মজিলার নতুন সিইও ব্র্যান্ডন আইচ

মজিলা ফাউন্ডেশন পরিচালিত মজিলা করপোরেশনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রোগ্রামিং ভাষা জাভাস্ক্রিপ্টের জনক ব্র্যান্ডন আইচ। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নতুন সিইওর নাম ঘোষণা করা হয়।
মজিলার সহপ্রতিষ্ঠাতা ব্র্যান্ডন ২০০৫ সাল থেকে মজিলার প্রধান কারিগরি কর্মকর্তা (সিটিও) হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া লি গংকে প্রধান পরিচালন কর্মকর্তার (সিওও) দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর নেতৃত্বে ক্লাউড সেবা, তথ্যপ্রযুক্তি, মার্কেটপ্লেস, মোবাইল ফোন ও গবেষণা এবং প্ল্যাটফর্ম প্রকৌশলের কার্যক্রমগুলো পরিচালতি হবে। পাশাপাশি মিচেল বেকার মজিলা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবেই থাকছেন।
মজিলার প্রায় সব ধরনের উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গে ১৯৯৮ সাল থেকেই জড়িত আছেন ব্র্যান্ডন আইচ। ওয়েবের পাশাপাশি কারিগরি ও পণ্য, দুই দিকেই অভিজ্ঞ ব্র্যান্ডন ওয়েবে ব্যবহূত জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা জাভাস্ক্রিপ্ট তাঁর হাতেই তৈরি। মোবাইল ফোনের জন্য তৈরি ফায়ারফক্স ওএস এবং ক্লাউড সেবার বিস্তৃতির ক্ষেত্রে ব্র্যান্ডনের রয়েছে ব্যাপক ভূমিকা। দায়িত্ব পেয়ে ব্র্যান্ডন আইচ জানান, ‘এটা আসলে আমার জন্য দারুণ একটা সম্মানের ব্যাপার। মজিলাকে নেতৃত্ব দিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই।’
মজিলার উন্নয়নে মিচেল বেকারের সঙ্গে দীর্ঘ ১৫ বছর ধরে কাজ করে যাওয়া ব্র্যান্ডনকে প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে নির্বাচিত করার বিষয়ে মজিলা ফাউন্ডেশন পরিচালনা পর্ষদের সদস্য রেইড হফম্যান বলেন, ‘মজিলা উন্মুক্ত ওয়েবের কথা বলে। আর এর প্রতিষ্ঠাকালীন থেকেই যুক্ত আছেন ব্র্যান্ডন। তাই আমরা মনে করি, মজিলাকে আরও সামনের দিকে নিয়ে যেতে ব্র্যান্ডনই উপযুক্ত ব্যক্তি।’ ওয়েবসাইট দেখার জনপ্রিয় মুক্ত সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্স, মোবাইল ফোনের মুক্ত অপারেটিং সিস্টেম ফায়ারফক্স ওএস ইত্যাদি মজিলা ফাউন্ডেশনের জনপ্রিয় সফটওয়্যার। ইতিমধ্যে ফায়ারফক্স ওএস চালিত ফোন সারা বিশ্বের ১৫টি দেশে পাওয়া যাচ্ছে।
—মজিলা ব্লগ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী