যাত্রা শুরু করল ই-কমার্স উদ্যোক্তাদের সংগঠন

বাংলাদেশে ই-কমার্স খাতের উন্নয়ন করার উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করল ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সম্মেলনের প্রধান অতিথি শিক্ষাসচিব নজরুল ইসলাম খান বলেন, বর্তমানে সারা বিশ্বে ই-কমার্সের জয়জয়কার। বাংলাদেশেও ই-কমার্স এগিয়ে যাচ্ছে। শুধু রাজধানীকে কেন্দ্র করে নয়, সারা দেশে ই-কমার্সকে ছড়িয়ে দিতে হবে। 
সম্মেলনে ই-ক্যাবের সভাপতি রাজীব আহমেদ মূল প্রবন্ধ পড়েন। তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে সবাই প্রযুক্তি ব্যবহার করবে। প্রতিটি গ্রামে অনলাইনে প্রয়োজনীয় পণ্য কেনা যাবে। বাংলাদেশে ই-কমার্সের বিশাল সম্ভাবনা রয়েছে। কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় আইনকানুন না থাকায় এ খাত আশানুরূপভাবে বিকশিত হচ্ছে না।’
সম্মেলনে বক্তব্য দেন ই-ক্যাবের সহসভাপতি সৈয়দা গুলশান ফেরদৌস, সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, অর্থ সম্পাদক মুহাম্মদ আবদুল হকসহ অনেকে। সংবাদ সম্মেলনে ই-ক্যাবের কার্যনির্বাহী, উপদেষ্টা এবং স্থায়ী কমিটির নাম ঘোষণা করা হয়। বর্তমানে ই-ক্যাব নতুন সদস্য সংগ্রহ করছে। বিস্তারিত: www.e-cab.net ঠিকানায়। —রাহিতুল ইসলাম