শতকরা একটি ভগ্নাংশ, যার হর ১০০

সংক্ষিপ্ত উত্তর  অংশ-৮
প্রিয় শিক্ষার্থী আজ গণিতের ২নং প্রশ্ন ‘সংক্ষিপ্ত উত্তর’ দেওয়া হলো।

অধ্যায়-৯
প্রশ্ন: শতকরা কী?
উত্তর: শতকরা একটি ভগ্নাংশ, যার হর ১০০।
প্রশ্ন: শতকরা শব্দটিকে সংক্ষেপে কোন প্রতীক দিয়ে প্রকাশ করা হয়?
উত্তর: শতকরা শব্দটিকে সংক্ষেপে ‘%’ এই প্রতীক দিয়ে প্রকাশ করা হয়।
প্রশ্ন: ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য বেশি হলে কী হয়?
উত্তর: ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য বেশি হলে লাভ হয়।
প্রশ্ন: লাভ নির্ণয়ের সূত্রটি লেখো।
উত্তর: লাভ=বিক্রয়মূল্য-ক্রয়মূল্য
প্রশ্ন: লাভ কিসের ওপর হিসাব করা হয়?
উত্তর: লাভ ক্রয়মূল্যের ওপর হিসাব করা হয়।
প্রশ্ন: ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য কম হলে কী হয়?
উত্তর: ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য কম হলে ক্ষতি বা লোকসান হয়।
প্রশ্ন: ক্ষতি বা লোকসান নির্ণয়ের সূত্রটি লেখো।
উত্তর: ক্ষতি বা লোকসান = ক্রয়মূল্য-বিক্রয়মূল্য।
প্রশ্ন: ক্ষতি কিসের ওপর হিসাব করা হয়?
উত্তর: ক্ষতি ক্রয়মূল্যের ওপর হিসাব করা হয়।
প্রশ্ন: আসল বলতে কী বোঝ?
উত্তর: ব্যাংকে যে টাকা জমা রাখা হয় তা হচ্ছে আসল।
প্রশ্ন: মুনাফা বলতে কী বোঝ?
উত্তর: আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে তা হচ্ছে ব্যাংক প্রদত্ত মুনাফা।
প্রশ্ন: শতকরা মুনাফার হার বলতে কী বোঝ? উত্তর: ১০০ টাকার ওপর এক বছরের জন্য যে মুনাফা ধরা হয় তা হচ্ছে শতকরা মুনাফার হার।
প্রশ্ন: -কে শতকরায় প্রকাশ করো।
উত্তর: ৮০%।
প্রশ্ন: ১৮%-কে ভগ্নাংশে প্রকাশ করো।
উত্তর: ।
প্রশ্ন: ভগ্নাংশের হর কত নিয়ে শতকরা করা হয়?
উত্তর: ১০০।
প্রশ্ন: শতকরা মুনাফার হারের সূত্রটি লেখো। উত্তর: শতকরা মুনাফার হার
= |

শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল