সাওম শব্দের অর্থ বিরত থাকা

সঠিক প্রশ্নোত্তর  অংশ-১২
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, আজ দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নম্বর প্রশ্নটি অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায় লেখ’-এর ওপর প্রশ্নোত্তর।

অধ্যায়-২
৩০. দুনিয়ার মধ্যে আল্লাহ তায়ালার কাছে সবচেয়ে প্রিয় স্থান কোনটি?
ক. নিজের ঘর খ. মসজিদ
গ. লাইব্রেরি ঘ. স্কুল
উত্তর: খ. মসজিদ।
৩১. ‘সাওম’ শব্দের অর্থ কী?
ক. দাসত্ব করা খ. পরোপকার করা
গ. আনুগত্য করা ঘ. বিরত থাকা
উত্তর: ঘ. বিরত থাকা।
৩২. সাওমকে ফারসি ভাষায় কী বলা হয়?
ক. জাকাত খ. আকিকা গ. রোজা ঘ. ইবাদত
উত্তর: গ. রোজা।
৩৩. সাওম পালন করলে কী হয়?
ক. ক্ষুধা কম লাগে খ. ইমাম হওয়া যায়
গ. আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জিত হয়
ঘ. শরীর ঠিক থাকে
উত্তর: গ. আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জিত হয়।
৩৪. সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকাকে বলে—
ক. সালাত খ. সাওম গ. জাকাত ঘ. হজ
উত্তর: খ. সাওম।
৩৫. সালাত ও জাকাতের পরেই কোনটির স্থান?
ক. সাওম খ. সালাত
গ. সাদকা ঘ. আল্লাহ তাআলার পথে জিহাদ
উত্তর: ক. সাওম।
৩৬. ধনী-দরিদ্র সব মুসলমানের ওপর ফরজ এবাদত কোনটি?
ক. সাদকা খ. দান-খয়রাত
গ. জাকাত ঘ. সাওম
উত্তর: ঘ. সাওম।
৩৭. পূর্ববর্তী সব উম্মতের ওপর কোন এবাদত ফরজ ছিল?
ক. জাকাত খ. জিহাদ গ. সালাত ঘ. সাওম
উত্তর: ঘ. সাওম।
৩৮. সাওম পালনের মূল উদ্দেশ্য কী?
ক. পরকালে অমরত্ব লাভ করা
খ. তাকওয়া অর্জন করা
গ. পরকালে শাস্তি ভোগ করা
ঘ. ধন-সম্পত্তি অর্জন করা
উত্তর: খ. তাকওয়া অর্জন করা।
৩৯. ‘তাকওয়া’ শব্দের মানে কী?
ক. ভালো কাজে সহযোগিতা করা
খ. জিহাদ করা
গ. সব রকম পাপ থেকে বিরত থাকা
ঘ. ত্যাগ স্বীকার করা
উত্তর: গ. সব রকম পাপ থেকে বিরত থাকা
৪০. দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে কোনটির চর্চা হয়?
ক. মাতৃভাষার খ. দেশপ্রেমের
গ. নিয়মকানুনের
ঘ. বাস্তব প্রশিক্ষণ ও অনুশীলন।
উত্তর: ঘ. বাস্তব প্রশিক্ষণ ও অনুশীলন।

শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল