আকাশে হাইড্রোজেন-চালিত উড়ন্ত ট্যাক্সি
অনেক বছর ধরেই বিকল্প যান হিসেবে উড়ন্ত ট্যাক্সি নিয়ে গবেষণা চলছে। ইউরোপ-আমেরিকার বিভিন্ন সংস্থা উড়ন্ত ট্যাক্সি নিয়ে কাজ করছে। এবার নতুন এক উড়ন্ত ট্যাক্সির কথা জানা যাচ্ছে। এটি ভিন্ন ধরনের জ্বালানির মাধ্যমে চলে। হাইড্রোজেন-চালিত উড়ন্ত ট্যাক্সি বা ফ্লাইং ট্যাক্সি যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আকাশে একটি উড়ন্ত ট্যাক্সি ৫৬১ মাইল পথ পাড়ি দিয়ে রেকর্ড করেছে।
উড়ন্ত ট্যাক্সি থেকে কার্বনের বদলে পানি নির্গমন হয়। প্রথম হাইড্রোজেন-চালিত উড়ন্ত এই ট্যাক্সি দীর্ঘতম উড়ালের রেকর্ড করেছে। বাজার বিশ্লেষকদের হিসাবে, ২০৫০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে উড়ন্ত ট্যাক্সি বাণিজ্যিকভাবে চালু হবে। আর ২০২৮ সালের মধ্যে উড়ন্ত ট্যাক্সি যুক্তরাজ্যের আকাশে দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
জোবি এভিয়েশনের নকশা করা একটি উড়ন্ত ট্যাক্সি হাইড্রোজেনের একটি ট্যাংক ব্যবহার করে ৫৬১ মাইল ভ্রমণ করেছে। এতে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার করা হচ্ছে। এ থেকে জলীয় বাষ্প ছাড়া অন্য কোনো কিছু নির্গত হয় না। জোবির প্রতিষ্ঠাতা জোবেন বেভার্ট বলেন, কল্পনা করুন, সান ফ্রান্সিসকো থেকে সান ডিয়েগো, বোস্টন থেকে বাল্টিমোর কিংবা ন্যাশভিল থেকে নিউ অরলিন্স পর্যন্ত বিমানবন্দরে যাওয়ার প্রয়োজন ছাড়াই উড়ন্ত ট্যাক্সিতে যাচ্ছেন। এই ট্যাক্সি থেকে পানি বা জলীয় বাষ্প ছাড়া কোনো কিছুই নির্গমন হচ্ছে না।
এবারই প্রথম উড়ন্ত ট্যাক্সি আকাশে ওড়েনি, এর আগে নানা নকশার উড়ন্ত ট্যাক্সি দেখা গেছে। জোবির উড়ন্ত ট্যাক্সি জ্বালানিশক্তি ব্যবহারের ক্ষেত্রে আলাদা। জীবাশ্ম জ্বালানি বা বৈদ্যুতিক শক্তির বদলে হাইড্রোজেন-নির্ভর বৈদ্যুতিক শক্তিব্যবস্থা ব্যবহার করা হয়েছে নতুন এই উড়ন্ত ট্যাক্সিতে। একবার চার্জ করলে ৫২৩ মাইল ভ্রমণ করতে পারে উড়ন্ত ট্যাক্সি। ৪০ কেজি ওজনের হাইড্রোজেন ফুয়েল সেল উড়ন্ত ট্যাক্সিতে ব্যবহার করা হচ্ছে। হাইড্রোজেন ব্যবহার করার সুবিধা হচ্ছে, এ ধরনের জ্বালানি উড়ন্ত ট্যাক্সিকে রিফুয়েলিং বা নতুন করে জ্বালানি ব্যবহার না করেই দীর্ঘপথ ভ্রমণ করতে দেয়। হাইড্রোজেন-চালিত উড়ন্ত ট্যাক্সি বিভিন্ন দেশের মধ্যে চালানোর সুযোগ থাকবে বলে নির্মাতারা জানিয়েছে। ২০২৫ সালের মধ্যে এই উড়ন্ত ট্যাক্সি বিক্রির জন্য বাজারে আসবে।
সূত্র: ডেইলি মেইল