অ্যাপল স্মার্টওয়াচে আসছে নতুন দুই ফিচার

অ্যাপল ওয়াচ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের ভবিষ্যৎ অ্যাপল ওয়াচ সিরিজে টাচ আইডি ও আন্ডার ডিসপ্লে ক্যামেরা যুক্ত করতে পারে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারসের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসের অনুমোদন দেওয়া দুটি পেটেন্ট আবেদনের সূত্র উল্লেখ করে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

অ্যাপলের পেটেন্ট আবেদন অনুযায়ী, টাচ আইডি অপশনটি স্মার্টওয়াচের পাশের বাটনে যুক্ত হতে পারে, যা বায়োমেট্রিক কাজে ব্যবহার করা যাবে। পেটেন্ট আবেদনে বলা হয়েছে, স্মার্টওয়াচের প্রসেসর বায়োমেট্রিক শনাক্তকরণ পদ্ধতি নানা কাজে ব্যবহার করতে পারে। এর মধ্যে রয়েছে ব্যবহারকারী শনাক্তকরণ, স্মার্টওয়াচ আনলক, অ্যাপ্লিকেশন ব্যবহারের সম্মতি প্রদান প্রভৃতি কাজে সুবিধা ব্যবহার করা যাবে। এ ছাড়া স্মার্টওয়াচে আন্ডার ডিসপ্লে ক্যামেরার মাধ্যমে ছবি তোলা যাবে।

অ্যাপলের নতুন পেটেন্ট সম্পর্কে তথ্য জানা গেলেও তা কবে নাগাদ স্মার্টওয়াচে যুক্ত হতে পারে, সে তথ্য এখনো জানা যায়নি। তবে অ্যাপল ওয়াচে নতুন এসব ফিচার যুক্ত হলে সেটি কতটা জনপ্রিয় হবে, তা দেখার বিষয়।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টের তথ্য অনুযায়ী, স্মার্টওয়াচের বাজারে বিক্রির দিক থেকে অ্যাপলের অবস্থান আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়েছে।
কাউন্টার পয়েন্টের জ্যেষ্ঠ বিশ্লেষক সুজেওং লিম বলেন, বছরের তৃতীয় প্রান্তিক, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসে স্মার্টওয়াচ থেকে ২৩০ কোটি মার্কিন ডলার আয় করেছে অ্যাপল, যা বৈশ্বিক স্মার্টওয়াচ বিক্রির অর্ধেক। গত বছরের একই সময়ের তুলনায় অ্যাপলের স্মার্টওয়াচ থেকে আয় ১৮ শতাংশ বেড়েছে।