আইফোনে দেখা যাবে অ্যানড্রয়েডের হোয়াটসঅ্যাপ বার্তা

আইফোনসূত্র : সংগৃহীত

অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের মুঠোফোন থেকে হোয়াটসঅ্যাপের চ্যাট ইতিহাস সহজেই আইফোনে নেওয়া যাবে। এ জন্য কোনো অ্যাপও ব্যবহার করতে হবে না। অ্যানড্রয়েড মুঠোফোনে থাকা হোয়াটসঅ্যাপের সব পুরোনো বার্তা স্বয়ংক্রিয়ভাবেই দেখা যাবে আইফোনে। অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য শিগগিরই নতুন এ ফিচার চালু করবে হোয়াটসঅ্যাপ। আইওএসে ফিচারটি ব্যবহারের সুযোগ দিতে এরই মধ্যে নিজেদের পরীক্ষামূলক সংস্করণে বেশ কিছু পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ।

বর্তমানে অ্যানড্রয়েড থেকে আইওএস অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে সরাসরি পুরোনো বার্তা পাঠানোর সুযোগ মেলে না। তবে তৃতীয় পক্ষের তৈরি অ্যাপের সাহায্যে বার্তা পাঠানো যায়। এসব অ্যাপের কারণে মুঠোফোনের নিরাপত্তা নিয়েও শঙ্কা দেখা দেয়।ফিচারটি চালু হলে অ্যানড্রয়েড মুঠোফোন ব্যবহারকারীরা আইফোন কিনলেও নিজেদের পুরোনো চ্যাট ইতিহাস দেখতে পারবেন। এ সমস্যার কারণে অনেকে ইচ্ছা থাকলেও অ্যানড্রয়েড ছেড়ে আইওএসে চলা আইফোন ব্যবহার করতেন না।

বর্তমানে আইফোন থেকে অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোনের পুরোনো হোয়াটসঅ্যাপ বার্তা নেওয়া যায়। তবে সরাসরি নয়, আইফোনে থাকা চ্যাট ইতিহাস প্রথমে আইক্লাউডে জমা করতে হয়। পরে গুগল ড্রাইভের মাধ্যমে তথ্যগুলো মুঠোফোনে সংগ্রহ করতে হয়।

সূত্র: অ্যানড্রয়েড পুলিশ