আজই আসছে প্রতীক্ষার আইফোন ১২

অ্যাপল নতুন আইফোনের ঘোষণা দেবে
ছবি : রয়টার্স

অ্যাপলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। আজ ১৩ অক্টোবর তাঁদের নতুন আইফোনের অপেক্ষার অবসান হবে। অ্যাপল প্রস্তুত নতুন আইফোন ১২ সিরিজ নিয়ে। আজ অ্যাপলের বড় আয়োজন উপলক্ষে আমন্ত্রিতরা ‘হাই স্পিড’ আমন্ত্রণপত্র পেয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অ্যাপলের পাঠানো আমন্ত্রণপত্রে লেখা হয়েছে, ‘হাই, স্পিড। অ্যাপল পার্কে বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগ দিন।’ যুক্তরাষ্ট্রের সময় সকাল ১০টায় অ্যাপলের অনুষ্ঠান শুরু হবে।

অনুষ্ঠানে আইফোন ১২ সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা দেবে অ্যাপল। অনুষ্ঠান ঘিরে নানা সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন অ্যাপলপ্রেমীরা। অ্যাপল সাধারণত সেপ্টেম্বর মাসে নতুন আইফোনের ঘোষণা দেয়। তবে এবারের করোনা মহামারির কারণে কুপারটিনোভিত্তিক প্রতিষ্ঠানটি আইফোন উন্মোচনের অনুষ্ঠান এক মাস পিছিয়ে দিয়েছে।

গত সেপ্টেম্বরে অ্যাপল যে অনুষ্ঠান আয়োজন করেছিল তাতে নতুন দুটি অ্যাপল ওয়াচ মডেলের ঘোষণা দেয়। সিরিজ ৬ ও ওয়াচ এসই মডেলের স্মার্টওয়াচের পাশাপাশি ওই অনুষ্ঠানে নতুন আইপ্যাড মডেলের ঘোষণাও আসে।

গুঞ্জন রয়েছে, আজকের অনুষ্ঠানে চারটি মডেলের আইফোন আনবে অ্যাপল। নতুন মডেলগুলোর নাম হতে পারে আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো এ আইফোন ১২ প্রো ম্যাক্স।

চারটি মডেলের আইফোনে মূলত আকারে পার্থক্য থাকবে। এগুলোর মধ্যে আইফোন ১২ ও ১২ মিনি হবে ৫.৪ ও ৬.১ ইঞ্চি মাপের। প্রো মডেলদুটি ৬.১ বিঞ্চি ও ৬.৭ ইঞ্চি মাপের হতে পারে। আইফোন ১২ মডেলে ডুয়েল ক্যামেরা সেটআপ ও প্রো মডেলের তিন ক্যামেরা সেটআপ থাকতে পারে। আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলটিতে ৫জি নেটওয়ার্ক সুবিধা থাকতে পারে।

নতুন আইফোনের দাম নিয়ে এখনো পরিস্কার কোনো তথ্য জানা যায়নি। তবে আইফোন ১২ মিনির দাম হবে কম। নতুন আইফোনে এ ১৪ প্রসেসর এবং ওএলইডি ডিসপ্লে দেবে অ্যাপল।

আরও পড়ুন