এখনো উইন্ডোজ ৭ এর ভক্ত অসংখ্য

উইন্ডোজ ৭
ছবি : মাইক্রোসফটের সৌজন্যে

অধিকাংশ মানুষের কাছেই পিসিতে কোন উইন্ডোজ চালু আছে, তা কোনো বিষয় নয়। তাদের কাছে পিসি চালু থাকাটাই বড় কথা। মাইক্রোসফট এ সমস্যাতেই ভুগছে। নতুন অপারেটিং সিস্টেমে গ্রাহকদের টেনে আনতে গিয়ে এ মনোভাব টের পাচ্ছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।

এক বছর আগে মাইক্রোসফট তাদের উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। অর্থাৎ, এই সংস্করণের জন্য আর কোনো নিরাপত্তা প্রোগ্রাম হালনাগাদ করে না প্রতিষ্ঠানটি। তবে বিশ্বের এখনো অসংখ্য মানুষ উইন্ডোজ ৭ ব্যবহার করে যাচ্ছেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্ল্যাশগিয়ারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বজুড়ে এ মুহূর্তে কী পরিমাণ উইন্ডোজ ৭ চালিত পিসি সক্রিয় আছে, তা বের করা কঠিন। মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, গত বছর মাইক্রোসফট যখন উইন্ডোজ ৭-এর সমর্থন সরিয়ে নেয়, তখন বিশ্বজুড়ে ২০ কোটির বেশি পিসি এ অপারেটিং সিস্টেমে চলছিল। যুক্তরাষ্ট্রের ডিজিটাল অ্যানালিটিকস প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ডিসেম্বরে ১৮ দশমিক ৯ শতাংশ উইন্ডোজ পিসিতে উইন্ডোজ ৭ চালু ছিল।

২০২০ সালের শেষ পর্যন্ত বিশ্বে প্রায় সাড়ে ৮ শতাংশ উইন্ডোজচালিত পিসিতে উইন্ডোজ ৭ চালু ছিল। এক বছরে অবশ্য প্রায় ১১ শতাংশ উইন্ডোজ ৭ ব্যবহার কমেছে। তবে এখনো বিশ্বে অনেক মানুষ উইন্ডোজ ৭ পিসির ওপরই নির্ভর করছেন। এ সংখ্যা সঠিকভাবে বের করা কঠিন।

নেটমার্কেটশেয়ারের তথ্য অনুযায়ী, উইন্ডোজ ৭-এর ব্যবহারকারী আরও বেশি হতে পারে। বিশ্বে পিসি বাজারের ২১ দশমিক ৭ শতাংশই উইন্ডোজ ৭ চালিত যন্ত্র হতে পারে। গ্লোবাল স্ট্যাটের তথ্য অনুযায়ী, এ সংখ্যা হতে পারে ১৭ দশমিক ৭ শতাংশ।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্ল্যাশগিয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বে এখনো ১০ কোটির বেশি পিসিতে উইন্ডোজ ৭ চালু আছে। মাইক্রোসফট এখনো অর্থের বিনিময়ে উইন্ডোজ পিসিতে নিরাপত্তা হালনাগাদ দিয়ে যাচ্ছে। তবে এ ক্ষেত্রে খরচ আরও বাড়ছে।

উইন্ডোজ ৭ ব্যবহার নিরুৎসাহিত করতে মাইক্রোসফট উইন্ডোজের হালনাগাদ সংস্করণ নিয়ে নানা কর্মসূচি চালাচ্ছে। আশা করা যাচ্ছে, নতুন বছরে উইন্ডোজ ৭-এর ব্যবহার আরও কমে আসবে।