এয়ারপাওয়ার মিনি ওয়্যারলেস চার্জার আনবে অ্যাপল

এয়ারপাওয়ার মিনি ওয়্যারলেস চার্জার আনতে পারে অ্যাপল
ছবি: রয়টার্স

অ্যাপল এয়ারপাওয়ার মিনি ওয়্যারলেস চার্জারের তথ্য ফাঁস হয়েছে। অনলাইনে এক ভিডিওতে প্রথমবারের মতো ছোট আকারের এ চার্জিং ম্যাটটি দেখা গেছে। এর আগে অ্যাপল পণ্যের বিশ্লেষক হিসেবে পরিচিতি পাওয়া মিং সি কুয়ো এ ধরনের চার্জিং ম্যাটের কথা বলেছিলেন।

এর আগে অ্যাপলের নতুন এয়ারপাওয়ার ওয়্যারলেস চার্জিং প্যাড নিয়ে কথা উঠলেও তা মানসম্মত নয় বলে বাতিল করেছিল অ্যাপল। গুঞ্জন উঠেছে, অ্যাপলের নতুন মিনি ওয়্যারলেস চার্জারটি থার্ড-পার্টি যন্ত্রাংশ নির্মাতাদের জন্য তৈরি বিশেষ ইউনিট বা প্রোটোটাইপ পণ্য হতে পারে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ ম্যাকের কাছে থাকা একটি ভিডিও অ্যাপল এয়ারপাওয়ার মিনি ডিভাইসটি দেখা যায়। ভিডিওটিতে ছোট আকারের পাত্রের মতো একটি পণ্য দেখানো হয়।

এ পণ্যটির কথাই গত জানুয়ারি মাসে মিং সি কুয়ো বলেছিলেন। নাইনটুফাইভ ম্যাকের প্রতিবেদন অনুযায়ী, নতুন ও ওয়্যারলেস চার্জিং ডিভাইসটি আইফোন ১২ মডেলের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে।

এবারের আইফোনের নতুন মডেলের পেছনে একটি গোলাকার চুম্বক থাকতে পারে। এটি ওয়্যারলেস চার্জারের সঙ্গে যুক্ত হতে সাহায্য করবে।

নাইনটুফাইভ ম্যাকের প্রতিবেদনে বলা হয়, অ্যাপল এবারে কিছুটা সাশ্রয়ী ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করছে, যাতে আইফোন তৈরির খরচ কমে।

গত বছরের মার্চ মাস থেকে অ্যাপল এয়ারপাওয়ার প্রযুক্তি নিয়ে কাজ শুরু করে। তবে অ্যাপলের হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ড্যান রিসিও ওই সময়ে বলেছিলেন, ‘আমাদের প্রচেষ্টার পরও এয়ারপাওয়ার যথেষ্ট মানে পৌঁছাতে না পারায় প্রকল্প বাতিল করা হলো।’