ক্লাউড নিয়ে এগোতে চায় হুয়াওয়ে

হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা রেন ঝেংফেই
ছবি: রয়টার্স

চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ে এখন ক্লাউড প্রযুক্তিকে বেশি গুরুত্ব দেবে বলে জানিয়েছেন হুয়াওয়ের প্রধান নির্বাহী রেন ঝেংফেই। সম্প্রতি প্রতিষ্ঠানটির একটি অভ্যন্তরীণ অনুষ্ঠানে হুয়াওয়ের কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন তিনি। বক্তব্যে তিনি হুয়াওয়ের কার্যক্রমের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

রেন বলেন, ‘হুয়াওয়ে এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার চেয়ে এর কৌশলগত ক্ষেত্রে মনোনিবেশ করা প্রয়োজন।’

সার্ভিস (আইএএএস) ও প্ল্যাটফর্ম সেবা (পিএএএস) বিভাগে প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচারের ৩০ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পাশাপাশি কর্মীদের আমাজন এবং মাইক্রোসফটের কাজ পর্যবেক্ষণ করতে বলেন রেন। এই দুইয়ের সমন্বয় প্রতিষ্ঠানটির ক্লাউড সেবার পরিধি বিস্তৃতিতে সহায়তা করবে বলে তিনি আশা করেন।

হুয়াওয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের ক্লাউড ব্যবসা বিভিন্ন বাজারে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে। তবে হুয়াওয়ে ক্লাউড ২০০–এর বেশি প্রতিষ্ঠান ও ১৫ লাখের বেশি ডেভেলপার তা ব্যবহার করছে। এর সঙ্গে ২০ হাজার অংশীদার সম্পৃক্ত।

রেন ঝেংফেই তাই কর্মীদের ক্লাউড সেবা আরও শক্তিশালী করার আহ্বান জানান।

রেন বলেন, ‘আমরা এখন যেসব বিষয় নিয়ে আলোচনা করছি, তা হলো কীভাবে সরকার ও বিভিন্ন উদ্যোগে ডিজিটালাইজেশনের সুযোগকে কাজে লাগানো যায়, উভয় ক্ষেত্রে আরও উন্নতি করা যায় এবং কীভাবে বিশ্বে শীর্ষস্থানে পৌঁছানো যায়।’
হুয়াওয়ে হার্ডওয়্যার খাতে শক্তিশালী। তাই রেন চান প্রতিষ্ঠানটি এর সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন ইকোসিস্টেমের দিকে মনোযোগ দিয়ে তা শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত রাখুক।

তবে হুয়াওয়ের জন্য বড় বাধা তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা। এ জন্য রেন বলেছেন, প্রতিষ্ঠানটি নিষেধাজ্ঞার কথা মাথায় রেখে কৌশল অবলম্বন করবে এবং এর সেবা ও পণ্যগুলোর উন্নতি করবে। তথ্যসূত্র: গ্লোবাল টাইমস