জুনে অ্যান্ড্রয়েডের বিকল্প আনছে হুয়াওয়ে

আগামী ২ জুন স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েডের বিকল্প অপারেটিং সিস্টেম বাজারে আনবে হুয়াওয়ে
রয়টার্স

হুয়াওয়ে টেকনোলজিস স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েডের বিকল্প অপারেটিং সিস্টেম ‘হারমোনি’ উদ্বোধন করবে আগামী ২ জুন। এই চীনা প্রতিষ্ঠানের মুঠোফোন ব্যবসায়ে যুক্তরাষ্ট্রের বাধার পর এটাই তাদের প্রথম বড় পদক্ষেপ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হুয়াওয়ের স্মার্টফোনে নিজস্ব অপারেটিং সিস্টেম ব্যবহারের অর্থ হলো, তাদের আর অ্যান্ড্রয়েডের ওপর নির্ভর করে থাকতে হবে না।

এর আগে হুয়াওয়ের নতুন স্মার্টফোনগুলোয় কারিগরি সহায়তা প্রদানে গুগলের ওপর বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে হুয়াওয়ের ফোনগুলোয় গুগল মোবাইল সার্ভিসেস, অর্থাৎ গুগলের বহুল প্রচলিত অ্যাপগুলো ব্যবহারের সুবিধা বন্ধ করে দেওয়া হয়। আর গুগল প্লে, ক্রোম, ম্যাপস, ইউটিউব, জিমেইল, গুগল সার্চ ইত্যাদি সেবা ব্যবহারের সুযোগ না থাকলে অ্যান্ড্রয়েডের মূল সুবিধা থেকেই বঞ্চিত হয় ব্যবহারকারীরা।

তবে হারমোনি অপারেটিং সিস্টেমের সঙ্গে হুয়াওয়ে নতুন স্মার্টফোন বাজারে ছাড়বে, নাকি বিদ্যমান ফোনগুলোর জন্য সফটওয়্যার হালনাগাদ করবে, তা পরিষ্কার নয়।

২০১৯ সালে আরোপিত যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ অনুযায়ী, মার্কিন অনেক প্রযুক্তি ব্যবহারের সুযোগ হারায় হুয়াওয়ে। এতে নিজস্ব চিপ নকশা করার পাশাপাশি বাইরের প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তা সংগ্রহ করাও কঠিন হয়ে যায়।

একসময়ের বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ের অবস্থান এখন তালিকায় ষষ্ঠ। চলতি বছরের প্রথম প্রান্তিকে মোট স্মার্টফোন বিক্রির কেবল ৪ শতাংশ ছিল এই চীনা প্রতিষ্ঠানের।

হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা রেন জেংফেই
রয়টার্স

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন হুয়াওয়েকে। তবে বরাবরই তা অস্বীকার করে এসেছে হুয়াওয়ে।

হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা রেন জেংফেই চলতি সপ্তাহে কর্মীদের সফটওয়্যার খাতে বিশ্বে নেতৃত্ব দিতে ‘দুঃসাহসী’ হয়ে ওঠার আহ্বান জানান। এমন খাতে কর্মীদের এগোতে বলেন, যা যুক্তরাষ্ট্রের বিধিনিষেধের আওতায় পড়বে না। আর এ কাজে যতটা সম্ভব বিদেশি সফটওয়্যার বিশেষজ্ঞদের যুক্ত করা উচিত বলেন তিনি।