টিকটকের চ্যালেঞ্জে শিশুর মৃত্যু, ইতালিতে নতুন নির্দেশনা

এক ইতালীয় শিশুর মৃত্যুর পর স্থানীয় নীতিনির্ধারকেরা টিকটকের জন্য নতুন নির্দেশনা দেন
পিক্সাবে

যে টিকটক ব্যবহারকারীদের সঠিক বয়স নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, তাদের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখতে খুদে ভিডিও শেয়ার করার প্ল্যাটফর্মটিকে নির্দেশ দিয়েছে ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ জিপিডিপি। ১০ বছর বয়সী এক ইতালীয় শিশুর মৃত্যুর পর স্থানীয় নীতিনির্ধারকেরা এই নির্দেশ দেন। টিকটকে ভাইরাল হওয়া ব্ল্যাকআউট চ্যালেঞ্জে অংশ নেওয়ার সময় দুর্ঘটনায় শিশুটি মারা যায় বলে তাঁর অভিভাবকদের অভিযোগ।

নিরাপত্তাবিষয়ক সাময়িক নির্দেশনাটি আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে। এই সময়ের মধ্যে ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি কমাতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ চালিয়ে যাবে জিপিডিপি।

ইতালির শিশু ও কিশোর কমিশনের প্রেসিডেন্ট লিচিয়া রনজুল্লি জিপিডিপির এই পদক্ষেপে সমর্থন জানিয়ে বলেন, যেকোনোভাবে হোক, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পালেআরমোতে যা ঘটেছে, তা পরবর্তী সময়ে যেন না ঘটে, সে জন্য আর কোনো সামাজিক যোগাযোগমাধ্যমকে এভাবে আত্মহত্যার প্ররোচনামূলক কাজে অনুমোদন দেওয়া যাবে না।

অন্যদিকে টিকটকের এক মুখপাত্র জানান, ‘টিকটক ব্যবহারকারীদের নিরাপত্তার ব্যাপারটিকে আমরা অনেক গুরুত্ব দিয়ে থাকি। সে জন্য আমরা ভিডিও কনটেন্টে কোনো রকম ঝুঁকিপূর্ণ ব্যবহার দেখানো হলে তা প্রচারের অনুমতি দিই না।’

এর আগে গত বছরের ডিসেম্বরে টিকটকের বিরুদ্ধে মামলা করে জিপিডিপি। ১৩ বছরের নিচের শিশুদের টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও মিথ্যা জন্মতারিখ দিয়ে সহজেই অ্যাকাউন্ট তৈরি করা যায়। অথচ ইতালির ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তা আইন অনুযায়ী ১৪ বছরের কম বয়সী ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিবন্ধন করতে অভিভাবকদের অনুমতির প্রয়োজন পড়ে, যা টিকটক অনুসরণ করে না।

সূত্র: ম্যাশেবল