টিকটকের মূল প্রতিষ্ঠানে নতুন নেতৃত্ব

টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটডান্সের প্রধান নির্বাহীর পদে পরিবর্তন আসছে
রয়টার্স

টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটডান্সের সহপ্রতিষ্ঠাতা জাং ইমিং ঘোষণা দিয়েছেন, প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। বছরের শেষ নাগাদ বাইটডান্সে নতুন কোনো ভূমিকায় দেখা যাবে তাঁকে।

কর্মীদের প্রতি লেখা এক চিঠিতে জাং বলেছেন, বাইটডান্সের আরেক সহপ্রতিষ্ঠাতা রুবো লিয়াং আসবেন তাঁর জায়গায়। আগামী ছয় মাসের মধ্যে নতুন এই পরিবর্তন দেখা যাবে বলেও চিঠিতে লিখেছেন জাং।

বাইটডান্সের প্রায় এক দশকের ইতিহাসে এই প্রথম বড় পরিবর্তন। এর মধ্যে টিকটক যেমন জনপ্রিয় হয়েছে, তেমনই তীব্র সমালোচনার মুখেও পড়েছে।

প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এক বার্তায় জাং ইমিং লিখেছেন, ‘সত্যি বলতে, আদর্শ ব্যবস্থাপক হওয়ার জন্য দরকারি সব গুণ আমার মধ্যে নেই। প্রাতিষ্ঠানিক এবং বিপণন-সংক্রান্ত নীতিমালা বিশ্লেষণে এবং এই তত্ত্বগুলো ব্যবহারের মাধ্যমে ব্যবস্থাপনার কাজ কমাতে বরং আমি বেশি আগ্রহী।’

জাং ইমিং
বাইটডান্স

সঙ্গে যোগ করেন, ‘আবার আমি খুব সামাজিকও নই। একাকী করা যায় এমন কাজ করতে পছন্দ করি, যেমন ওয়েব ব্রাউজ করা, বই পড়া, গান শোনা এবং সম্ভাবনা নিয়ে ভাবা।’

জাং বলেছেন, তাঁর উত্তরসূরি রুবো লিয়াং একজন ‘অমূল্য সহযোগী’। প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত দিক উন্নয়নে এবং কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনায় তাঁর অসামান্য অবদান উল্লেখ করেন তিনি।

বাইটডান্সে রুবো লিয়াং সর্বশেষ মানবসম্পদ বিভাগের প্রধান ছিলেন।

চীনের বেইজিং-ভিত্তিক বাইটডান্স প্রতিষ্ঠা করা হয় ২০১২ সালে। প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগমাধ্যম সেবা টিকটকে এখন মাসে ৭০ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী।

জনপ্রিয় হওয়ার পাশাপাশি চীন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী অনেক দেশে সমালোচিতও হয়েছে। প্রেসিডেন্ট থাকাকালে ডোনাল্ড ট্রাম্প প্রায়ই বাইটডান্সের সমালোচনা করতেন, এমনকি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় হুমকি হিসেবেও টিকটকের নাম উল্লেখ করেছেন। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চীনা সরকারের কাছে চলে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্বব্যাপী রাজনীতিবিদেরা। টিকটক অবশ্য বরাবরই অভিযোগগুলো অস্বীকার করে এসেছে।

সূত্র: বিবিসি