টিকা না নিলে প্রতিদিন করোনা পরীক্ষা করে অফিসে ঢুকতে হবে অ্যাপলের কর্মীদের

টিকা না নিলে প্রতিদিন করোনা পরীক্ষা করাতে হবে অ্যাপলের করপোরেট কর্মীদের
রয়টার্স

গুগল যেমন সব কর্মীকে করোনার টিকা নিতে বলেছে, অ্যাপল তেমন কিছু বলেনি। তবে করোনাবিষয়ক নিয়মকানুন বেশ কড়া করেছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের যে করপোরেট কর্মীরা টিকা নেননি, তাঁরা প্রতিবার করোনা পরীক্ষা করে তবেই অফিসে ঢুকতে পারবেন। অফিসের বাইরে থেকে কাজ করলে অবশ্য ভিন্ন কথা।

গত সেপ্টেম্বরে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছিল, অ্যাপলের সব কর্মীকে স্বেচ্ছায় টিকা নেওয়ার তথ্য দেখাতে হবে। যাঁরা সে তথ্য দেখাবেন না, তাঁদেরও প্রতিদিন করোনা পরীক্ষা করে অফিসে ঢুকতে হবে। আর যাঁরা করোনার টিকা নিয়েছেন, তাঁদের সপ্তাহে এক দিন র‍্যাপিড টেস্ট করালেই চলবে।

করপোরেট কর্মীদের বেলায় এমন নিয়ম প্রযোজ্য হলেও অ্যাপলের দোকানগুলোতে যাঁরা কাজ করেন, যাঁদের প্রতিদিন বেশি মানুষের সঙ্গে দেখা করতে হয়, তাঁদের ক্ষেত্রে প্রতিদিন করোনা পরীক্ষার নিয়ম করা হয়নি। তাঁদের ক্ষেত্রে টিকা না নিলে সপ্তাহে দুবার আর টিকা নিলে সপ্তাহে একবার র‍্যাপিড টেস্ট কিটে করোনা পরীক্ষা করালেই চলবে।

কর্মীদের টিকা নেওয়ার ব্যাপারে কোনো নির্দেশনা অ্যাপল দেবে কি না, তা এখনো পরিষ্কার নয়। তবে বাইডেন প্রশাসন এর আগে সব সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীদের আগামী ৮ ডিসেম্বরের মধ্যে টিকা নেওয়া বাধ্যতামূলক করেছিল। আর অ্যাপল মার্কিন সরকারের কাছে পণ্য বিক্রি করে।

আপাতত ২৪ অক্টোবরের মধ্যে সব কর্মীকে টিকা গ্রহণ সম্পর্কে তথ্য জানাতে বলেছে অ্যাপল, যাতে ১ নভেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর করা যায়। কর্মীদের অ্যাপল অফিস কিংবা দোকান থেকে র‍্যাপিড টেস্ট কিট নিয়ে নিজে পরীক্ষা করে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে তথ্য জমা দিতে হবে।