ডিজিটাল সচেতনতা অর্জনে বাংলাদেশে ‘উই থিংক ডিজিটাল’ কর্মসূচি

ইন্টারনেট ব্যবহারে সচেতনতা এবং দায়িত্বশীলতা বাড়াতে বাংলাদেশে চালু হয়েছে ‘উই থিংক ডিজিটাল’ কর্মসূচি। ফেসবুকের উদ্যোগে এবং শিক্ষা মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং এটুআইয়ের সহযোগিতায় কর্মসূচিটি বাংলাদেশে চালু করা হয়।

উই থিংক ডিজিটাল কর্মসূচির মাধ্যমে নাগরিকদের ইন্টারনেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও সরকারি কাজকর্মে ডিজিটাল অ্যাম্বাসেডরশিপ সম্পৃক্তকরণ ছাড়াও শিক্ষক, পেশাজীবী ও তরুণদের ডিজিটাল পরিচিতি সংরক্ষণ, গঠনমূলক চিন্তা, শ্রদ্ধা, সহমর্মিতাপূর্ণ আচরণ ও গুজব সম্পর্কে সচেতন থাকার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া এই কর্মসূচিতে বিভিন্ন ট্রেনিং কোর্স, অনলাইন নিরাপত্তার দক্ষতাবিষয়ক শিক্ষা উপকরণ প্রদান, ডিজিটাল পরিচিতি সংরক্ষণ, গঠনমূলক চিন্তাশক্তি তৈরি, সহমর্মিতা ও সম্মানজনক অনলাইন আচরণ এবং গুজব থেকে দূরে থাকার মতো বিষয়গুলো যুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ফেসবুকের উই থিংক ডিজিটাল কর্মসূচি এবং ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘মুক্তপাঠ’ যৌথভাবে ৫০ জন পুরস্কারজয়ী শিক্ষক, শিক্ষা মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ৩০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে। এর সঙ্গে প্রশিক্ষণ দেওয়া হবে ২০ জন তরুণ পেশাজীবীকেও।

অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে উই থিংক ডিজিটাল কর্মসূচি উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এটুআইয়ের পলিসি উপদেষ্টা আনির চোধুরীর সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, এটুআইয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবদুল মান্নান, বিজিএমইএর সভাপতি রুবানা হক, ফেসবুকের দক্ষিণ এশিয়া পাবলিক পলিসি ডিরেক্টর আশ্বানি রানা। স্বাগত বক্তৃতায় অংশ নেন ফেসবুক বাংলাদেশের পাবলিক পলিসি ও প্রোগ্রাম ম্যানেজার সাবনাজ রশিদ।

প্যানেল আলোচনায় আলোচকেরা বাংলাদেশের উন্নয়নে তথ্যপ্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তাঁরা বাংলাদেশের ডিজিটাল সাক্ষরতা বিষয়ে সার্বিক অবস্থান তুলে ধরে নিরাপদ ও তথ্যভিত্তিক ইন্টারনেট ব্যবহারের উপায় সম্পর্কে আলোচনা করেন। এ ক্ষেত্রে উই থিংক ডিজিটাল কর্মসূচির মাধ্যমে বৈশ্বিক ডিজিটাল অগ্রযাত্রার সঙ্গে বাংলাদেশের সমন্বয় এবং এগিয়ে চলার বিষয়গুলোও উঠে আসে। আলোচনায় নিরাপত্তা, গোপনীয়তা ও ডিজিটাল স্থায়িত্ব সম্পর্কে আলোচনা হয়।
উই থিংক ডিজিটাল (লিংক: https://wethinkdigital.fb.com/bd/bd-bd/) ওয়েবসাইটের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে।