নতুন আইফোন নিয়ে গুঞ্জন

২০১৯ সালে আইফোন ১১ প্রো ও ১১ প্রো ম্যাক্সে তিন ক্যামেরার সেটআপ যুক্ত হয়
ছবি: অ্যাপল

অনেকেই এখনো নতুন আইফোন ১২ মডেল হাতে পাননি। কিন্তু এর মধ্যেই আইফোন ১৩ নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে। আগামী বছরের সেপ্টেম্বর মাসে নতুন আইফোন আনার পরিকল্পনা রয়েছে মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটির। ইতিমধ্যে নতুন আইফোন নিয়ে নানা তথ্য ফাঁস হতে শুরু করেছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকরাডার জানিয়েছে, তারা বিভিন্ন সূত্র থেকে জেনেছে আগামী বছরের শেষ দিকে নতুন আইফোন উদ্বোধন করতে পারে অ্যাপল। আইফোন ১৩ মডেল হবে পরবর্তী প্রজন্মের আইফোন।

ধারণা করা হচ্ছে, নতুন আইফোনে বড় ধরনের পরিবর্তন থাকবে না। তবে এতে নকশা ও অভ্যন্তরীণ যন্ত্রাংশে পরিবর্তন আনতে পারে অ্যাপল। আইফোন ১৩ তে বড় পরিবর্তন আসতে পারে ক্যামেরায়। নতুন আইফোনের দামও থাকতে পারে সাধ্যের মধ্যেই।

এ বছর ১৩ অক্টোবর ৪টি নতুন মডেলের আইফোনের ঘোষণা দিয়েছে অ্যাপল। বাজারে এনেছে আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১২ প্রো, আইফোন ১২ ও আইফোন ১২ মিনি। এর মধ্যে আইফোন ১২ ও আইফোন ১২ মিনি মডেল দুটি সাশ্রয়ী দামের। চারটি মডেলের আইফোনেই ৫–জি নেটওয়ার্ক সমর্থন করে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন আইফোন ঘোষণার মাধ্যমে ৫–জি স্মার্টফোনের রাজ্যে ঢুকেছে মার্কিন প্রতিষ্ঠানটি। আগামী বছর নতুন আইফোনে আরও নতুন প্রযুক্তি সুবিধা যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।