পুরোনোর বদলে নতুন ল্যাপটপে ছাড় দিচ্ছে ওয়ালটন

ওয়ালটন তাদের ল্যাপটপের ক্ষেত্রে পুরোনোর বদলে নতুনে বদলে দেওয়ার কর্মসূচি চালু করেছে
ছবি : ওয়ালটনের সৌজন্যে

দেশের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন তাদের ল্যাপটপের ক্ষেত্রে পুরোনোর বদলে নতুনে বদলে দেওয়ার কর্মসূচি চালু করেছে। এর আওতায় যেকোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ-ডেস্কটপ জমা দিয়ে সর্বোচ্চ ২২ শতাংশ ছাড়ে ওয়ালটনের নতুন ল্যাপটপ-ডেস্কটপ কেনা যাচ্ছে। এ সুবিধায় ৩ মাসের কিস্তি সুবিধাও পাওয়া যাচ্ছে। ওয়ালটনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওয়ালটন কম্পিউটার বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী লিয়াকত আলী বলেন, প্রধানত দুটি উদ্দেশ্যে ক্রেতাদের এক্সচেঞ্জ সুবিধা দেওয়া হচ্ছে। সাশ্রয়ী মূল্যে শিক্ষার্থীদের হাতে বাংলাদেশে তৈরি বিশ্বমানের ডিজিটাল ডিভাইস তুলে দেওয়া এবং ই-বর্জ্যের ক্ষতি থেকে পরিবেশ রক্ষা করা। তাই এ উদ্যোগের স্লোগান ‘নতুন সময়ের নয়া প্রযুক্তি, নবপ্রজন্মের সবুজ পৃথিবী’।

লিয়াকত আলী বলেন, এক্সচেঞ্জ সুবিধায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুম, আইটি ডিলার এবং মোবাইল ডিলার শোরুমে যেকোনো পুরোনো সচল ল্যাপটপ বা ডেস্কটপ জমা দিয়ে নতুন ল্যাপটপ বা ডেস্কটপ কেনায় ২২ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। পুরোনো অচল ল্যাপটপ বা ডেস্কটপ জমা দিলে মিলছে ১৫ শতাংশ ছাড়। এ ধরনের অফারে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষের উপকার হচ্ছে।

ওয়ালটন সূত্রে জানা গেছে, বর্তমানে তারা বিভিন্ন কনফিগারেশনের ৭ সিরিজের মোট ১৬ মডেলের ডেস্কটপ উৎপাদন ও বাজারজাত করছে, যার মূল্য ২৬ হাজার ৯৯০ টাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার মধ্যে। আছে ৩ মডেলের অল-ইন-ওয়ান ওয়ালটন কম্পিউটার, যার মূল্য ৪৬ হাজার ৯৫০ থেকে ৫৫ হাজার ৫০০ টাকার মধ্যে।

এ ছাড়া ওয়ালটনের রয়েছে প্রিলুড, প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা এবং ওয়াক্সজ্যাম্বু সিরিজের ২১ মডেলের ল্যাপটপ। এগুলো পাওয়া যাচ্ছে মাত্র ২৮ হাজার ৭৫০ টাকা থেকে ১ লাখ ৬৮ হাজার ৫০০ টাকায়।