ফোনের ডিসপ্লের নিচে ক্যামেরা

জেডটিই স্মার্টফোন
ছবি: সংগৃহীত

এত দিন সামনে ও পেছনে ক্যামেরাযুক্ত স্মার্টফোনের কথা শুনেছেন। এবারে ডিসপ্লের নিচে ক্যামেরাযুক্ত স্মার্টফোন আনল চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান জেডটিই।

পঞ্চম প্রজন্মের (৫জি) মোবাইল নেটওয়ার্ক উপযোগী স্মার্টফোনটির নাম ‘অ্যাক্সন ২০’। জেডটিই একে বিশ্বের প্রথম ‘আন্ডার-ডিসপ্লে ক্যামেরা ফোন’ হিসেবে দাবি করেছে। চলতি মাসের শুরুতে চীনের বাজারে ফোনটি অবমুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

জেডটিইর বিবৃতিতে বলা হয়, বিশেষ উপাদানে তৈরি স্মার্টফোনটিতে ডুয়েল কন্ট্রোল চিপ, অনন্য ড্রাইভার সার্কিট, বিশেষ পিক্সেল ম্যাট্রিক্স, নিজস্ব সেলফি অ্যালগরিদমসহ পাঁচটি কোর প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

জেডটিই বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মার্টফোনটির ওয়াইড-এঙ্গেল লেন্সগুলো দারুণ ছবি ও ভিডিও ধারণে সহায়তা করে। এর ক্যামেরা সফটওয়্যারে ছয়টি বুদ্ধিমান ফিচার রয়েছে, যা বিশেষ ইফেক্ট তৈরি করতে পারে।

জেডটিই বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা পাং ওয়েই বলেন, ডিভাইসটির ডিসপ্লে এবং ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্সকে ভারসাম্যপূর্ণ রাখতে তাঁদের প্রতিষ্ঠান এ ক্ষেত্রে ‘অধিক স্বচ্ছ’ যন্ত্রাংশসহ নতুন অরগানিক ও ইন–অরগানিক ফিল্ম সংযুক্ত করেছে।

আরও পড়ুন

এ স্মার্টফোনটির দাম ক্রেতাদের নাগালের থাকবে। শিগগিরই এটি বাংলাদেশের বাজারে আসতে পারে।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি মোবাইল প্ল্যাটফর্মের অ্যাক্সন ২০-এর মূল ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের। এ ছাড়া ডিভাইসটির তাপমাত্রা সঠিকভাবে শনাক্ত করতে একটি ‘ট্রিপল ইন্টেলিজেন্ট’ তাপ অপসারণ ব্যবস্থাসহ নয়টি টেম্পারেচার সেন্সর রয়েছে। এটি ৭.৯৮ মিলিমিটার পুরু।

৬.৯২ ইঞ্চি মাপের স্মার্টফোনটিতে ৪২২০ এমএএইচ ব্যাটারি ৩০ ওয়াটের ‘দ্রুত চার্জ’ এবং একটি ৫জি পাওয়ার-সেভিং মোড সুবিধা পাওয়া যাবে।