ব্র্যান্ড এবং মার্কেটিংয়ে বৃহত্তম উৎসব ব্র্যান্ডফেস্ট শুরু

ব্র্যান্ডফেস্টে ব্র্যান্ড এবং মার্কেটিংয়ের বিষয়ে আলোচনা করে এবং ব্র্যান্ড এবং মার্কেটিংয়ের কৌশল এবং এর উদ্দেশ্য সম্পর্কেও আলোচনা করেন বক্তারা
ছবি: বিজ্ঞপ্তি

ব্র্যান্ড ও মার্কেটিংয়ের বৃহত্তম উত্সব ‘ব্র্যান্ডফেস্ট’ গতকাল সোমবার (২৮ ডিসেম্বর) শুরু হয়েছে। ব্র্যান্ডফেস্টের প্রথম দিনটি ব্র্যান্ড ও মার্কেটিংয়ের বিষয়ে আলোচনা করে এবং ব্র্যান্ড ও মার্কেটিংয়ের কৌশল ও এর উদ্দেশ্য সম্পর্কেও আলোচনা করেন বক্তারা।

সেশনগুলো ব্যবসায় ও বিপণনের চ্যালেঞ্জের সঙ্গে সংঘবদ্ধ, এমন প্রাসঙ্গিক বিষয়গুলোর একটি ধারণা থেকে অন্তর্দৃষ্টি এবং তথ্য সরবরাহ করেছে। আশা করা যায়, এই আলোচনার মাধ্যমে বিপণন ও ব্র্যান্ডের অনুশীলনকারীরা আজ ও ভবিষ্যতে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এই অধিবেশন ও আলোচনাগুলো প্রতিটি বিষয়ের ওপর গভীর বিশ্লেষণ করে, বিশেষত বিশ্বব্যাপী মহামারিকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার বিবেচনায় সম্ভাব্য সমাধানগুলোর প্রস্তাব করে।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য বলেন, ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর উদযাপন করার সঙ্গে সঙ্গে একটি স্বাধীন দেশ হিসেবে বিশ্বমঞ্চে বাংলাদেশকে উপস্থাপনের জন্য জাতীয় ব্র্যান্ডিংয়ের কৌশল ব্যবহার করা দরকার।

ব্র্যান্ড ও মার্কেটিংয়ের বৃহত্তম উত্সব ‘ব্র্যান্ডফেস্ট’ শুরু হয়েছে
ছবি: বিজ্ঞপ্তি

উত্সবের প্রথম দিনে ড. জগদীশ এন শেঠ, চার্লস এইচ কেলস্টাডট, এমোরি বিশ্ববিদ্যালয়, গোইজুটিয়া বিজনেস স্কুল, বিজনেসের প্রফেসর আশরাফ বিন তাজ, সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি (পিভিটি) লিমিটেড, প্রেসিডেন্ট, মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ মীর নউবুত আলী, চিফ মার্কেটিং অফিসার, বিকাশ লিমিটেড শাম্মী রুবায়েত করিম, হেড অব মার্কেটিং কমিউনিকেশনস এবং সার্ভিসেস, নেসলে বাংলাদেশ লিমিটেড সাজ্জাদ হাসিব, চিফ মার্কেটিং অফিসার, গ্রামীণফোন লিমিটেড তানজিন ফেরদৌস, মার্কেটিং ডিরেক্টর, হোম কেয়ার, ফুডস অ্যান্ড রিফ্রেশমেন্ট, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ডেরিক ডেই, ম্যানেজিং পার্টনার, ব্লেক প্রজেক্ট পাবলিশার, ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি ইনসাইডার ইঞ্জিনিয়ার গোলাম মুর্শেদ, ম্যানেজিং ডিরেক্টর, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড শাহ মোহাম্মদ দিদারুল হাসান, ডেপুটি জেনারেল ম্যানেজার মার্কেটিং, এম এম ইস্পাহানী লিমিটেড এ কে এম মইনুল ইসলাম মইন, এক্সেকিউটিভ ডিরেক্টর, কালিনারি বিসনেস, প্রাণ অ্যাগ্রো লিমিটেড (পল) মোয়াছার আহমেদ, কান্ট্রি মার্কেটিং ম্যানেজার, কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড গালিব বিন মোহাম্মদ, হেড অব মার্কেটিং, আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড ফয়সাল মাহমুদ, সিনিয়র মার্কেটিং ম্যানেজার, বিইওএল অধ্যাপক ড. সৈয়দ ফেরহাত আনোয়ার, পরিচালক, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় ফারহান রশিদ, বিজনেস হেড, এইচএমডি গ্লোবাল ও নাইজেল হলিস, চিফ গ্লোবাল ব্র্যান্ড অ্যানালিস্ট কান্তার প্রমুখ।
ব্র্যান্ডফেস্ট ২০২০ বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের একটি উদ্যোগ, যার পাওয়ারড বাই পার্টনার ছিল এআইইউবি। ইভেন্টটির স্ট্র্যাটেজিক পার্টনার ছিল বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরাম (বিসিএফ), নলেজ পার্টনার মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ, টেকনলজি পার্টনার আমরা, মিডিয়া পার্টনার দ্য ডেইলি স্টার, অনলাইন মিডিয়া পার্টনার চ্যানেল আই অনলাইন, পিআর পার্টনার ব্যাকপেজ পিআর, ভিজ্যুয়াল পার্টনার আতোষ এবং ওয়েব সলিউশনস পার্টনার এক্সেনটরা। বিজ্ঞপ্তি