শিক্ষকদের জন্য ওয়েবসাইট চালু

‘শিক্ষার উৎকর্ষ সাধনে শিক্ষক’ স্লোগানে শিক্ষকদের জন্য তৈরি হয়েছে ডিজিটাল বিষয়বস্তু বা কনটেন্টভিত্তিক ওয়েবসাইট শিক্ষক বাতায়ন (www.teachers.gov.bd)। গত বৃহস্পতিবার ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি বলেন, ‘শিক্ষক বাতায়ন একটি আধুনিক প্ল্যাটফর্ম হিসেবে শ্রেণীকক্ষে শিক্ষার গুণগত মানোন্নয়নে ভূমিকা রাখবে। এর নাম বাতায়ন হলেও এটি আসলে শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা উন্মুক্ত করেছে।’ শিক্ষক বাতায়নের মাধ্যমে সেরা শিক্ষক নির্বাচন করা হবে এবং তাঁদের পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি। খবর বিজ্ঞপ্তি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সচিব মো. নজরুল ইসলাম খান, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, ব্রিটিশ কাউন্সিলের আঞ্চলিক পরিচালক ডমিনিক রেজেস্ট্রার এবং ইউএনডিপির সহকারী কান্ট্রি ডিরেক্টর কে এ এম মোর্শেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার।

অনুষ্ঠানে জানানো হয়, মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষের জন্য শিক্ষকের তৈরি ডিজিটাল কনটেন্ট অনলাইনে আদান-প্রদান, বিষয়ভিত্তিক কনটেন্ট সংরক্ষরণের একটি অনন্য জায়গা হয়ে উঠবে এই ওয়েবসাইট।তথ্যপ্রযুক্তি শিক্ষা নয় বরং শিক্ষায় তথ্যপ্রযুক্তির ব্যবহার এমন ধারণা থেকে এটুআই প্রকল্পের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম ও শিক্ষক কর্তৃক ডিজিটাল কনটেন্ট তৈরি নামে দুটি মডেল তৈরি করা হয়েছে। যেখানে একটি ল্যাপটপ কম্পিউটার, একটি প্রজেক্টর, ইন্টারনেট সংযোগ ও কনটেন্ট তৈরির প্রশিক্ষণ প্রয়োজন হয়। এ মডেলে প্রশিক্ষিত শিক্ষকেরাই শিক্ষার্থীদের উপযোগী কনটেন্ট তৈরি করে ক্লাসে ব্যবহার করছেন। শিক্ষকেরা তাঁদের তৈরি এসব কনটেন্ট ব্লগে (www.ictinedubd.ning.com) রাখেন।বর্তমানে এই ব্লগসাইটের সদস্যসংখ্যা ২১ হাজারের বেশি এবং কনটেন্ট আছে ১২ হাজারের বেশি। বর্তমানে শিক্ষক বাতায়নে সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাব্যবস্থার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের উন্নতমানের ডিজিটাল কনটেন্ট রয়েছে। কনটেন্ট ব্যবহারকারীদের অনলাইন মতামতের ভিত্তিতে সপ্তাহে তিনজন শিক্ষককে সেরা কনটেন্ট প্রস্তুতকারী হিসেবে নির্বাচিত করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়, ব্রিটিশ কাউন্সিল এবং ইউএনডিপি ও ইউএসএইডের অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের যৌথ উদ্যোগে ওয়েবসাইটটি চালু হয়।: �eg�����al'>ছবি সংরক্ষণ: ওয়েবসাইট বা ই-মেইলে পাওয়া ছবিতে ডাউনলোডের (নামানোর) ব্যবস্থা না থাকলেও অ্যাপলের যন্ত্রে যেকোনো ছবি সংরক্ষণ করা যায়। এ জন্য যে ছবি নিতে চান সেটির ওপর আঙুল চেপে ধরলে Save অপশন পাওয়া যাবে এবং সেটি ক্যামেরা রোলে সংরক্ষিত হবে।

আঙুলের ইশারায় মুছে ফেলা: প্রায় সব অ্যাপসেই আঙুলের ইশারায় যেকোনো কিছু মুছে ফেলা যায়। আঙুল ডান থেকে বামে এবং ঘুরিয়ে লেখা মোছা যায়। আলাদা সম্পাদন মেনুর দরকার পড়ে না।

চালু থাকা অ্যাপ বন্ধ: যখন কোনো অ্যাপ থেকে বের হয়ে আসা হয়, তখন সেটি অদৃশ্য পটভূমিতে চলতে থাকে। এতে করে যন্ত্রের কাজ মন্থরগতির হয়ে যায় এবং ব্যাটারির ক্ষমতাও কমে যায়। সহজেই অ্যাপকে সম্পূর্ণভাবে বন্ধ করা যায়। এ জন্য ওই সব বোতাম চেপে ধরলে চলন্ত অ্যাপগুলো দেখা যাবে। এবার যেটি বন্ধ করবেন, সেটিতে ক্লিক করলে সাব মেনু পাবেন এখান থেকে Minus চেপে পরবর্তী সব অ্যাপস বন্ধ করে দেওয়া যাবে। কাজ শেষ করে হোম বোতাম চাপুন। —মো. রাকিবুল হাসান