শিক্ষার্থীদের জন্য আবারও আসছে হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার’

ডিজিটাল ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে ‘সিডস ফর দ্য ফিউচার’ কর্মসূচির নতুন আসরের ঘোষণা দিল হুয়াওয়ে। কর্মসূচিটির আওতায় আগামী ৫ বছরে ১৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা আছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে চীনা প্রতিষ্ঠানটি।

সম্প্রতি চীনের শেনঝেনে অনুষ্ঠিত ‘টেক অ্যান্ড সাসটেইনেবিলিটি: এভরিওয়ানস ইনক্লুডেড’ শীর্ষক এক ফোরামে ঘোষণাটি দেওয়া হয়। সেটি যৌথভাবে আয়োজন করে হুয়াওয়ে এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার। সেখানে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব বিশ্ব গড়ে তুলতে প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা করেন বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সম্প্রতি এক গোলটেবিল আলোচনায় আগামী পাঁচ বছরে নানা কর্মসূচির মাধ্যমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে ৪০ হাজারের বেশি তরুণের দক্ষতাবৃদ্ধির পরিকল্পনা ঘোষণা করেন হুয়াওয়ে এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট জে চেন।

ইউনিসেফ এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) ২০২০ সালের একটি প্রতিবেদন অনুযায়ী, ২৫ বছর বা তার কম বয়সী প্রায় ২২০ কোটি মানুষের বাড়িতে এখনো ইন্টারনেট–সংযোগ নেই। পরিস্থিতির উন্নয়নে যেসব দেশে হুয়াওয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে, সেসব দেশে ডিজিটাল ক্ষেত্রে তরুণ প্রতিভা বিকাশে সহায়তা করতে হুয়াওয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

২০০৮ সালে বৃত্তি, প্রযুক্তিবিষয়ক প্রতিযোগিতা এবং ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে হুয়াওয়ে এর প্রতিভা বিকাশসংক্রান্ত কর্মসূচিগুলো চালু করে এবং প্রতিষ্ঠানটি এসব কর্মসূচিতে ১৫ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করেছে।

‘সিডস ফর দ্য ফিউচার’ কর্মসূচিটি বাংলাদেশে চালু করা হয় ২০১৪ সালে। দেশে এখন পর্যন্ত এই কর্মসূচিতে প্রায় ছয় হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন।