সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখাবে ফেসবুক

কোর্সেরায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং–বিষয়ক কোর্স চালু করছে ফেসবুক
ছবি: সংগৃহীত

চাকরিপ্রত্যাশীদের কাজ পেতে সাহায্য করতে অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম কোর্সেরার সঙ্গে জোট বাঁধছে ফেসবুক। গত মঙ্গলবার এক ব্লগ পোস্টে কোর্সেরা জানিয়েছে, অভিজ্ঞতা নেই, তবে মাস কয়েকের মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং–বিষয়ক কাজ পেতে চান, এমন প্রার্থীদের জন্য এই দূরশিক্ষণ কর্মসূচি চালু করছে তারা।

ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট জুডি টোল্যান্ড বলেন, ‘আমরা জানি, এটা কেবল শুরু এবং সবার জন্য ডিজিটালশিল্পে ক্যারিয়ার নিশ্চিত করতে আমাদের আরও কাজ করতে হবে।’

কোর্স (https://bit.ly/2RCphSg) শেষে সনদ পাবেন অংশগ্রহণকারীরা। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কৌশল শেখানো হবে এতে। কোর্সটি ফেসবুকের বিজ্ঞাপন নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানে শিক্ষানবিশি বা পূর্ণকালীন চাকরি পেতে সাহায্য করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।

কোর্সেরায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং–বিষয়ক কোর্স চালু করছে ফেসবুক
ছবি: সংগৃহীত

সব মিলিয়ে ২০ সপ্তাহের কোর্স। শিখতে চাইলে খরচ হবে মাসে ৪৯ ডলার। পুরো কোর্স শেষ করতে শিক্ষার্থীর চার থেকে ছয় মাস লাগবে বলে জানানো হয়েছে। ফলে ২৯৪ ডলার পর্যন্ত লাগতে পারে। কোর্স শেষে শিক্ষার্থী তাঁর বিবরণ চাকরিদাতাদের কাছে পাঠাতে পারবেন। ফেসবুকেও কাজের সুযোগ মিলতে পারে।

যাঁরা কোর্সের ব্যয়ভার বহন করতে পারবের না, তাঁদের জন্য নিখরচায় কোর্স করার সুযোগও আছে।