স্টিভ জবসের ‘পকেটে এক হাজার গান’

প্রথম আইপডের ঘোষণায় স্টিভ জবস মঞ্চে এসে বললেন, ‘পকেটে এক হাজার গান।’

শুধু বললে তো হবে না, নিজের পকেট থেকে বের করে ঘুরিয়ে-ফিরিয়ে দেখালেন সেই এমপিথ্রি প্লেয়ার। এরপর আবার রেখে দিলেন পকেটে।

২০০১ সালের ২৩ অক্টোবর এভাবেই প্রথম আইপডের ঘোষণা দেন অ্যাপলের প্রয়াত সহপ্রতিষ্ঠাতা। আজ সেই দিনের ১৯ বছর হয়ে গেল।

১৯ বছর আগে বাজারে এমপিথ্রি প্লেয়ারের কোনো কমতি ছিল না। তবে সেগুলো যদি পকেটে ঢোকানো যেত, তো ডজন কয়েকের বেশি গান তাতে রাখা যেত না। অবশ্য তখনকার বড় আকারের প্লেয়ারগুলোতেও কয়েক শ গানের বেশি রাখা যেত না। মোটকথা, সে সময় এমন এমপিথ্রি প্লেয়ারের দরকার ছিল, যেটি স্বাচ্ছন্দ্যে পকেটে রাখা যাবে, আবার কয়েক শ গানও আঁটবে তাতে।

ফ্ল্যাশভিত্তিক স্টোরেজে সে সময় খুব বেশি ডেটা রাখা যেত না। অথচ এমন সময়ে উচ্চ ধারণক্ষমতার পাতলা, পকেটে রাখার মতো এমপিথ্রি প্লেয়ার তৈরির কথা বললেন স্টিভ জবস। ২০০০ সালের শেষ দিকের ঘটনা। বিপদে পড়লেন অ্যাপলের প্রকৌশলীরা। বিশেষ করে জন রুবিনস্টাইন। তাঁর ঘাড়েই দায়িত্ব চাপিয়েছিলেন জবস।

রুবিনস্টাইন নানা জায়গায়, নানাভাবে চেষ্টা করলেন। কোনো ফল পেলেন না। কপাল খুলল ২০০১ সালের ফেব্রুয়ারিতে। জাপানি প্রতিষ্ঠান তোশিবার সঙ্গে নিয়মিত বৈঠকের পর প্রতিষ্ঠানটির প্রকৌশলীরা জানালেন, তাঁরা নতুন একটি পণ্য নিয়ে কাজ করছেন। পাঁচ গিগাবাইট ডেটা ধারণক্ষমতার ১ দশমিক ৮ ইঞ্চি ড্রাইভ। সে বছরের জুনের ভেতর কাজ শেষ হবে বলে জানালেন ওই প্রকৌশলীরা। তবে সে ড্রাইভ দিয়ে কী করা হবে, তা তাঁরা জানেন না। রুবিনস্টাইন যা বোঝার বুঝে গেলেন। তবে নিরাসক্ত মুখে এমন ভাব দেখালেন যেন তাঁদের কথায় কোনো আগ্রহ পাচ্ছেন না।

সে সময় স্টিভ জবসও জাপানে ছিলেন। টোকিও ম্যাকওয়ার্ল্ড সম্মেলনের মূল বক্তা তিনি। রাতে জবস যে হোটেল ছিলেন, সেখানে গিয়ে দেখা করলেন রুবিনস্টাইন। বললেন, ‘আমি জানি কীভাবে কাজটা করতে হবে। তবে আমার দরকার এক কোটি ডলারের একটা চেক।’

সঙ্গে সঙ্গে ব্যবস্থা করলেন স্টিভ জবস। এরপর শুরু হলো তোশিবার সঙ্গে দর-কষাকষি। শর্ত দেওয়া হলো, অ্যাপল ছাড়া ওই সিরিজের কোনো ড্রাইভ কেউ ব্যবহার করতে পারবে না, আর কাউকে দেওয়া চলবে না। রাজি হলো তোশিবা। হাত মেলাল দুপক্ষ।

এরপর ২০০১ সালের ২৩ অক্টোবর মঞ্চে দাঁড়িয়ে স্টিভ জবস ঘোষণা দিলেন ‘পকেটে এক হাজার গান’। বদলে দিলেন ডিজিটাল সংগীতের ইতিহাস। করতালিতে মুখর হলো হলরুম। বাকিটা কমবেশি সবারই জানা।