স্বয়ংক্রিয় বৈদ্যুতিক গাড়ি তৈরি করবে অ্যাপল ও হুন্দাই

নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে অ্যাপল
ছবি : অ্যাপলের সৌজন্যে

স্বয়ংক্রিয় বৈদ্যুতিক গাড়ি তৈরিতে মার্চ মাস নাগাদ অংশীদারত্ব চুক্তি করার পরিকল্পনা করছে হুন্দাই মোটর ও অ্যাপল ইনকরপোরেশন। ২০২৪ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে স্বয়ংক্রিয় গাড়ি উৎপাদনের লক্ষ্য তাদের। গতকাল রোববার কোরিয়া আইটি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত শুক্রবার হুন্দাই মোটরের এক বিবৃতিতে বলা হয়, তারা অ্যাপলের সঙ্গে স্বয়ংক্রিয় গাড়ি প্রযুক্তি নিয়ে প্রাথমিক আলোচনা করেছে। তাদের এ বিবৃতির পর স্থানীয় আরেকটি গণমাধ্যমে বলা হয়, হুন্দাই ও অ্যাপল  ২০২৭ সালে স্বচালিত বৈদ্যুতিক গাড়ি তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে। এ খবরে হুন্দাইয়ের শেয়ারের দাম ২০ শতাংশ বেড়ে গেছে।

অটোমোবাইল শিল্প খাতের সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, হুন্দাই ও অ্যাপল মিলে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার কিয়া মোটরস কারখানায় বৈদ্যুতিক গাড়ি তৈরির পরিকল্পনা করছে। এর বাইরে যুক্তরাষ্ট্রে তারা নতুন কারখানা তৈরির পরিকল্পনাও নিতে পারে।

তাদের লক্ষ্য ২০২৪ সালে প্রস্তাবিত কারখানায় এক লাখ গাড়ি তৈরি করা। ওই কারখানায় বার্ষিক চার লাখের বেশি গাড়ি তৈরির সক্ষমতা রয়েছে। কিয়া মোটরস হুন্দাইয়ের সহযোগী প্রতিষ্ঠান।

কোরিয়ার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগামী বছর অ্যাপল ও হুন্দাই মিলে অ্যাপল কারের বেটা বা পরীক্ষামূলক সংস্করণ ছাড়তে পারে। অবশ্য এ বিষয়ে অ্যাপল ও হুন্দাইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

গত মাসে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপল স্বয়ংক্রিয় গাড়ি প্রযুক্তি সামনে এগিয়ে নিচ্ছে। তারা যাত্রীবাহী গাড়ি তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে, যাতে ২০২৪ সালের আগেই উদ্ভাবনী ব্যাটারি প্রযুক্তি দেখা যাবে। তথ্যসূত্র: রয়টার্স, এনডিটিভি