এসএসসি ও সমমানের পরীক্ষা
ছবি: প্রথম আলো

এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনের তুলনায় আজ শনিবার দ্বিতীয় দিন অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কার করা শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এদিন সারা দেশে বহিষ্কার করা হয়েছে ৮১ পরীক্ষার্থীকে। প্রথম দিন গত বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ২৬।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারের সই করা এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

দীর্ঘদিন আটকে থাকার পর ১৫ সেপ্টেম্বর শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ অনুষ্ঠিত হয় সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীন বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। আর মাদ্রাসার দাখিলে গণিত ও কারিগরিতে এসএসসি (ভোকেশনাল) আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে এসএসসির পরীক্ষার্থী ২২ জন, দাখিলে ৫২ জন ও এসএসসি (ভোকেশনাল) ৭ জন।

এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিন আজ সারা দেশে অনুপস্থিত ছিল ৩৩ হাজার ৪৭৯ পরীক্ষার্থী। প্রথম দিন অনুপস্থিত ছিল ৩৩ হাজার ৮৬০ পরীক্ষার্থী। তাদের অধিকাংশ দ্বিতীয় দিনও অনুপস্থিত ছিল।