অর্থনীতি | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৬

৮১. হিসেবে মাধ্যমিক দ্রব্য বিবেচনায় আনলে কি সমস্যা হতে পারে?

ক. GDP হ্রাস পাবে

খ. দ্বৈত গণনা হবে

গ. GDP বৃদ্ধি পাবে

ঘ. GDP শূন্য হবে

৮২. কী কারণে সম্পদের মূল্য পরিবর্তন হলে লাভ বা ক্ষতি জাতীয় আয় গণনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না?

ক. স্থানগত কারণে

খ. অবস্থানগত কারণে

গ. সময়গত কারণে

ঘ. রূপগত কারণে

৮৩. কোনটি শুধু কাগজে–কলমে ব্যবসায় প্রতিষ্ঠানে লিপিবদ্ধ করা হয়?

ক. আয়-ব্যয় খ. মুনাফা

গ. সম্পদ-দায় ঘ. লাভ-ক্ষতি

৮৪. নিচের কোনটি GDP গণনায় অন্তর্ভুক্ত হবে?

ক. প্রাথমিক দ্রব্য

খ. মাধ্যমিক দ্রব্য

গ. চূড়ান্ত দ্রব্য

ঘ. পুরোনো দ্রব্য

৮৫. বিদেশিরা বাংলাদেশে কর্মরত অবস্থায় যে অর্থ উপার্জন করে তার হিসাব কোথায় অন্তর্ভুক্ত হবে?

ক. GNIতে খ. CCAতে

গ. GDIতে ঘ. GDPতে

৮৬. নিচের কোনটি হিসাব করার সময় দেশের অভ্যন্তরে কর্মরত কোন বিদেশির আয় হিসাব করা হয় না?

ক. নিট জাতীয় আয়

খ. মোট দেশজ উৎপাদন

গ. মাথাপিছু আয়

ঘ. মোট জাতীয় উৎপাদন

৮৭. মোট দেশজ উৎপাদনের সাথে কী যোগ করে মোট জাতীয় আয় পাওয়া যায়?

ক. অবচয় ব্যয়

খ. নিট উপাদান আয়

গ. নিট দেশজ উৎপাদন

ঘ. নিট রপ্তানি

৮৮. উৎপাদন পদ্ধতিতে কোনটি বিবেচনায় আনা হয়?

ক. প্রাথমিক দ্রব্য

খ. মাধ্যমিক দ্রব্য

গ. চূড়ান্ত দ্রব্য

ঘ. অপ্রস্তুতকৃত দ্রব্য

৮৯. কোন পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন পরিমাপের জন্য অর্থনীতিকে ১৫টি প্রধান খাতে বিভক্ত করা হয়েছে?

ক. আয় পদ্ধতি

খ. ব্যয় পদ্ধতি

গ. উৎপাদন পদ্ধতি

ঘ. নিট আয় পদ্ধতি

৯০. জাতীয় আয় কয়ভাবে পরিমাপ করা যায়?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৯১. একটি দেশের জাতীয় আয়ের ধারণা থেকে অর্থনৈতিক ক্ষেত্রে বোঝা যায় দেশটি—

i. উন্নত

ii. উন্নয়নশীল

iii. অনুন্নত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯২. মোট জাতীয় আয়ে প্রধান বিবেচ্য বিষয় কোনটি?

ক. দেশের ভৌগোলিক সীমানা

খ. দেশের নাগরিক

গ. দেশের শিল্প

ঘ. দেশের বাণিজ্য

সঠিক উত্তর

অধ্যায় ৬: ৮১. খ ৮২. গ ৮৩. ঘ ৮৪. গ ৮৫. ঘ ৮৬. ঘ ৮৭. খ ৮৮. গ ৮৯. গ ৯০. ঘ ৯১. ঘ ৯২. খ