অর্থনীতি ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

১৮. দীর্ঘকালে একচেটিয়া বাজারে ফার্মের ভারসাম্য অর্জিত হয়—

i. স্বাভাবিক মুনাফা

ii. অস্বাভাবিক মুনাফা

iii. ক্ষতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

১৯. ‘A duopolistic industry contains two sellers.’—এ উক্তিটি কার?

ক. Keynes

খ. Adam smith

গ. Marshal

ঘ. Henderson-Quandt

২০. ‘স্বল্পের মধ্যে প্রতিযোগিতা’ কোন ধরনের বাজারকে বলা হয়?

ক. একচেটিয়া বাজার

খ. ডুয়োপলি বাজার

গ. অলিগোপলি বাজার

ঘ. মনোপলি বাজার

২১. বাজারে দাম নির্ধারণের ক্ষেত্রে নিচের কোনটি প্রাথমিক শর্ত?

ক. MR = MC খ. MR > MC

গ. MR < MC ঘ. MR ≠ MC

২২. বাজারে দাম নির্ধারণের ক্ষেত্রে নিচের কোনটি পর্যাপ্ত শর্ত?

ক. MR = MC হবে।

খ. MR ≠ MC হবে।

গ. MC রেখা MR রেখার নিচ দিয়ে ছেদ করে উঠবে

ঘ. MC রেখা MR রেখার ওপর দিয়ে ছেদ করে নামবে

নিচের চিত্রটি লক্ষ করো এবং ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

২৩. চিত্রানুযায়ী ফার্মের মোট আয় কত?

ক. OPo খ. OQo

গ. PoFQo ঘ. OPoFQo

২৪. প্রদত্ত চিত্রে কোন বিন্দুতে ভারসাম্যের শর্ত পালিত হয়?

ক. E বিন্দুতে খ. F বিন্দুতে

গ. Po বিন্দুতে ঘ. Qo বিন্দুতে

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১৮. ক ১৯. ঘ ২০. গ ২১. ক ২২. গ ২৩. ঘ ২৪. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


শেখ আবু সাঈদ আবদুল্লাহ্​, প্রভাষক
কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা