অষ্টম শ্রেণি – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ১ - বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

১১. বর্তমানে চাকরির দরখাস্ত করতে কিসের প্রয়োজন হয়?

ক. ইন্টারনেট

খ. ল্যাপটপ

গ. মুঠোফোন

ঘ. ইন্টারনেট ও ল্যাপটপ

১২. ইন্টারনেট সংযোগ বৃদ্ধির ফলে কী ঘটতে পারে?

ক. কর্মসংস্থান হ্রাস পাবে

খ. কর্মসংস্থান আস্তে আস্তে বৃদ্ধি পাবে

গ. কর্মসংস্থান দ্রুত বৃদ্ধি পাবে

ঘ. সনাতনী ধারা বজায় থাকবে

১৩. সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে —

i. সরকারি সেবার মান উন্নত হবে

ii. সাধারণ মানুষের তথ্য জানার সুযোগ সৃষ্টি হবে

iii. সরকারি কাজে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪. ড. ইকবাল কাদির কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?

ক. এমআইটি খ. এমইটি

গ. আইএসটি ঘ. এমআইএসটি

১৫. অধ্যাপক ড. ইকবাল কাদিরের উক্তি কোনটি?

ক. তথ্যই মুক্তি

খ. সংযুক্তিই উৎপাদনশীলতা

গ. সংযোগই মুক্তি

ঘ. ইন্টারনেটই বিশ্ব

১৬. ‘সংযুক্তিই উৎপাদনশীলতা’–এর ইংরেজি শব্দ নিচের কোনটি?

ক. Connectivity is Productivity

খ. Connectivity is Production

গ. Productivity is Connectivity

ঘ. Production is Connectivity

১৭. প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে উৎপাদনশীলতা—

ক. কমে খ. বাড়ে

গ. একই থাকে ঘ. কমতে থাকে

১৮. প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে নিচের কোনটি বাড়বে?

ক. উৎপাদনশীলতা খ. গতিশীলতা

গ. গতি ঘ. উৎপাদন

১৯. নতুন নতুন কর্মসংস্থান হবে কিসের কারণে?

ক. উৎপাদনের ফলে খ. গতিশীলতায়

গ. গতিতে ঘ. উৎপাদনশীলতায়

২০. কোনটি ব্যবহারের ফলে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে?

ক. মুঠোফোন খ. টেলিভিশন

গ. রেডিও ঘ. তথ্যপ্রযুক্তি

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১.ঘ ১২.গ ১৩.ঘ ১৪.ক ১৫.খ ১৬.ক ১৭.খ ১৮.ক ১৯.ঘ ২০.ঘ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)