অষ্টম শ্রেণি – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ১ - বহুনির্বাচনি প্রশ্ন (৮১-৯০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

৮১. বর্তমানে যোগাযোগের মাধ্যম হলো —

i. টেলিফোন

ii. ই-মেইল

iii. মুঠোফোন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮২. কিসের মাধ্যমে স্বল্প মূল্যে বা বিনা মূল্যে পণ্যের বিজ্ঞাপন দেওয়া যায়?

ক. রেডিও খ. টেলিভিশন

গ. ফোন ঘ. ওয়েবসাইট

৮৩. ব্যবসার মূল উদ্দেশ্য কী?

ক. বেশি সময়ে ও বেশি খরচে পণ্য উৎপাদন করা

খ. কম সময়ে ও বেশি খরচে পণ্য উৎপাদন করা

গ. বেশি সময়ে ও কম খরচে পণ্য উৎপাদন করা

ঘ. কম সময়ে ও কম খরচে পণ্য উৎপাদন করা

৮৪. কী ব্যবহার করে মজুত নিয়ন্ত্রণ করা সহজ হয়?

ক. অর্থ

খ. ব্যবস্থাপনা

গ. বিশেষায়িত সফটওয়্যার

ঘ. মুঠোফোন

৮৫. ব্যবসায় হিসাব সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় কোনটি?

ক. স্প্রেডশিট খ. ওয়ার্ড

গ. ডেটাবেইস ঘ. উইন্ডোজ

৮৬. কম খরচে পণ্য সরবরাহের পরিকল্পনা করা হয় কিসের সাহায্যে?

ক. আইপিএস খ. পিজিএস

গ. এসজিপি ঘ. জিপিএস

৮৭. সরকারি সব তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় কিসের মাধ্যমে?

i. ইন্টারনেট

ii. ওয়েবসাইট

iii. ওয়েব পোর্টাল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮৮. EPOS -এর পূর্ণ নাম কী?

ক. Electric Power of Sale

খ. Electronic Power of Sale

গ. Electronic Point of Sale

ঘ. Electronic Point of Step

৮৯. ইপিওএস-এর কাজ কী?

ক. তথ্য সংগ্রহ

খ. সার্বক্ষণিক মনিটরিং

গ. সরবরাহ পরিকল্পনা

ঘ. ব্যবস্থাপনা

৯০. উৎপাদন ব্যবস্থাপনা ব্যবসার ক্ষেত্রে কী ভূমিকা রাখে?

ক. পণ্য সরবরাহে

খ. বাজার বিশ্লেষণে

গ. বিপণনে

ঘ. কম খরচে উৎপাদন

সঠিক উত্তর

অধ্যায় ১: ৮১.ঘ ৮২.ঘ ৮৩.ঘ ৮৪.গ ৮৫.ক ৮৬.ঘ ৮৭.ঘ ৮৮.গ ৮৯.খ ৯০.ঘ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০) | বহুনির্বাচনি প্রশ্ন (৯১-১০০) ▶