অষ্টম শ্রেণি – বাংলা | তৈলচিত্রের ভূত: বহুনির্বাচনি প্রশ্ন

তৈলচিত্রের ভূত

১. ‘তৈলচিত্রের ভূত’ গল্পটি লিখেছেন কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. কাজী নজরুল ইসলাম

গ. মানিক বন্দ্যোপাধ্যায়

ঘ. আবুল মনসুর আহমদ

২. মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৯০৫ খ. ১৯০৭

গ. ১৯০৮ ঘ. ১৯১০

৩. ‘তৈলচিত্রের ভূত’ গল্পে ভূতের ওপর বিশ্বাস নেই—কোন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য?

ক. পরাশর ডাক্তারের

খ. নরেন ডাক্তারের

গ. গণেশ ডাক্তারের

ঘ. নগেন ডাক্তারের

৪. রাতের অন্ধকারে তৈলচিত্র বেশি তেজি হয়ে ওঠে, কারণ তখন—

i. মেইন সুইচ অন করা থাকে

ii. বিদ্যুৎ–সংযোগ থাকে

iii. কোনো মানুষ থাকে না

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫. মামার তৈলচিত্রে অশরীরী আত্মা প্রবেশ করেছে, নগেনের এমন ধারণার কারণ—

i. কুসংস্কারাচ্ছন্ন মন

ii. বিদ্যুৎ সম্পর্কে অজ্ঞতা

iii. মামার প্রতি ভক্তি

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬. নগেনের পরাশর ডাক্তারের নিকট আসার কারণ—

i. উদ্বিগ্নতা ও ভয় থেকে মুক্তি

ii. রোগের ওষুধ নেওয়া

iii. সাহায্যপ্রাপ্তি

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭. মামার তৈলচিত্রটি কোথায় ছিল?

ক. নগেনের ঘরে

খ. পরাশর ডাক্তারের ঘরে

গ. লাইব্রেরি ঘরে

ঘ. মামির ঘরে

৮. নগেনের মামা কত বছরের মধ্যে লাইব্রেরির পেছনে একটি পয়সাও খরচ করেননি?

ক. ২৫ বছর খ. ২৭ বছর

গ. ৩০ বছর ঘ. ৩২ বছর

৯. ‘তৈলচিত্রের ভূত’ গল্পে ভূতের উৎপাত মূলত কোথা থেকে?

ক. অন্ধকার থেকে

খ. আলো থেকে

গ. ফ্রেম থেকে

ঘ. তৈলচিত্র থেকে

১০. ‘তৈলচিত্রের ভূত’ গল্পে লেখক কোনটি প্রকাশ করতে চেয়েছেন?

ক. মামার অভিজাত্য

খ. নগেনের ভূতে বিশ্বাস

গ. বিজ্ঞানের যুক্তিবাদিতা

ঘ. মানুষের কুসংস্কার

সঠিক উত্তর

তৈলচিত্রের ভূত: ১.গ ২.গ ৩.ক ৪.খ ৫.খ ৬.ঘ ৭.গ ৮.ঘ ৯.গ ১০.গ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

পূর্ববর্তী দিনের পড়া