অধ্যায় ১
১১. ভারতে কে প্রথম ভাইসরয় নিযুক্ত হন?
ক. লর্ড ক্যানিং
খ. লর্ড হার্ডিঞ্জ
গ. লর্ড হেস্টিংস
ঘ. রবার্ট ক্লাইভ
১২. বঙ্গীয় আইনসভার কার্যক্রম শুরু হয় কবে?
ক. ১৮৬২ সালের ১ ফেব্রুয়ারি
খ. ১৮৬৪ সালের ৩ মার্চ
গ. ১৮৬৫ সালের ৯ ফেব্রুয়ারি
ঘ. ১৮৬৬ সালের ১ জুন
১৩. কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৮৫৫ খ. ১৮৫৬
গ. ১৮৫৭ ঘ. ১৮৫৮
১৪. মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯০৪ খ. ১৯০৫
গ. ১৯০৬ ঘ. ১৯০৭
১৫. মুসলিম লীগ ১৯৪০ সালে কিসের ভিত্তিতে ভারত বিভক্তির পরিকল্পনা করে?
ক. অর্থনীতির
খ. দ্বিজাতি তত্ত্বের
গ. সামাজিকতার
ঘ. ক্ষমতার
১৬. রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিসের সংস্কারে হাত দেন?
ক. শিক্ষা খ. ধর্ম
গ. সমাজ ঘ. রাষ্ট্র
১৭. ব্রিটিশ পার্লামেন্টে ১৮৫৮ সালের ২ আগস্ট কোন আইন পাস হয়?
ক. ভারত ভাগ আইন
খ. ভারত শাসন আইন
গ. যুদ্ধবিরতি আইন
ঘ. ওয়েস্টফালিয়া আইন
১৮. বাঙালি নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য ইংরেজরা কোন নীতি প্রয়োগ করে?
ক. সুবিধানীতি
খ. জমিদার প্রথা
গ. ভাগ কর, শাসন কর
ঘ. যুদ্ধনীতি
১৯. হিন্দু-মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে দূরত্ব বাড়তে থাকে কী নিয়ে?
ক. স্বায়ত্তশাসন নিয়ে
খ. বঙ্গভঙ্গের বিরোধিতা নিয়ে
গ. স্বাধীনতা নিয়ে
ঘ. অর্থনৈতিক ভাগ নিয়ে
২০. ব্রিটিশ পার্লামেন্ট কত সালে বাংলাকে দ্বিখণ্ডিত করার পরিকল্পনা গ্রহণ করে?
ক. ১৮৫০ খ. ১৮৫৩
গ. ১৯৯৫ ঘ. ১৯০৬
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন