অষ্টম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৭ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৭

১. গণতন্ত্রে সব ক্ষমতার উৎস কী?

ক. রাষ্ট্র খ. প্রধানমন্ত্রী

গ. রাষ্ট্রপতি ঘ. জনগণ

২. অতীত ঐতিহ্য ধরে রাখতে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু আছে কোথায়?

ক. ইন্দোনেশিয়া খ. গ্রেট ব্রিটেন

গ. সৌদি আরব ঘ. ইরাক

৩. প্রজাতান্ত্রিক সরকারের রাষ্ট্রপ্রধান কীভাবে নির্বাচিত হয়?

ক. সাংসদের ভোটে

খ. জনগণের ভোটে

গ. ব্যবসায়ীদের ভোটে

ঘ. প্রধানমন্ত্রীর ভোটে

৪. বাংলাদেশে নিচের কোনটি নেই?

ক. বিভাগ খ. জেলা

গ. প্রদেশ ঘ. সিটি করপোরেশন

৫. বাংলাদেশে কার নেতৃত্বে থাকে মন্ত্রী পরিষদ?

ক. জাতীয় সংসদ

খ. প্রধানমন্ত্রী

গ. রাষ্ট্রপতি

ঘ. আইন বিভাগ

৬. বাংলাদেশে কয় কেন্দ্রিক শাসনব্যবস্থা প্রবর্তিত আছে?

ক. এক খ. দুই

গ. তিন ঘ. চার

৭. বাংলাদেশের আইনসভা কত স্তরবিশিষ্ট?

ক. এক খ. দুই

গ. তিন ঘ. চার

৮. সংবিধান সংশোধন করতে সংসদ সদস্যের মোট সংখ্যার কত অংশের ভোট লাগে?

ক. এক–তৃতীয়াংশ

খ. দুই–তৃতীয়াংশ

গ. অর্ধেক

ঘ. আশি ভাগ

৯. রাষ্ট্র কী ছাড়া চলতে পারে না?

ক. সরকার

খ. লিখিত শাসনতন্ত্র

গ. অনেক জনসংখ্যা

ঘ. অর্থসম্পদ

১০. জাতীয় সংসদে কজন স্পিকার থাকেন?

ক. এক খ. দুই

গ. তিন ঘ. চার

সঠিক উত্তর

অধ্যায় ৭: ১.ঘ ২.খ ৩.খ ৪.গ ৫.খ ৬.ক ৭.ক ৮.খ ৯.ক ১০.ক

মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা

পূর্বের দিনের পড়া