অষ্টম শ্রেণি – বিজ্ঞান | অধ্যায় ১ - বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

১. শ্রেণিবিজ্ঞানের জনক কাকে বলা হয়?

ক. অ্যারিস্টটল

খ. জন রে

গ. কারোলাস লিনিয়াস

ঘ. গ্রেগর জোহান মেন্ডেল

২. শ্রেণিবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ কোনটি?

ক. বর্গ খ. গোত্র

গ. গণ ঘ. প্রজাতি

৩. একটি জীবের বৈজ্ঞানিক নামে কয়টি অংশ থাকে?

ক. একটি খ. দুটি

গ. তিনটি ঘ. চারটি

৪. নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে কোন পর্বের প্রাণীদের?

ক. অ্যানেলিডা খ. নেমাটোডা

গ. পরিফেরা ঘ. নিডারিয়া

৫. প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব কোনটি?

ক. পরিফেরা খ. অ্যানেলিডা

গ. আর্থ্রোপোডা ঘ. মলাস্কা

৬. কোন পর্বের প্রাণীদের নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দিয়ে আবৃত থাকে?

ক. আর্থ্রোপোডা

খ. মলাস্কা

গ. পরিফেরা

ঘ. নেমাটোডা

৭. কোন পর্বের প্রাণীর হৃদ্পিণ্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট?

ক. স্তন্যপায়ী খ. কর্ডাটা

গ. মলাস্কা ঘ. ভার্টিব্রাটা

৮. সিটা থাকে কোন প্রাণীতে?

ক. কেঁচো খ. কৃমি

গ. মাছ ঘ. ব্যাঙ

৯. কোন পর্বের সব প্রাণী সামুদ্রিক?

ক. একাইনোডারমাটা

খ. কর্ডাটা

গ. মলাস্কা

ঘ. ভার্টিব্রাটা

১০. অধিকাংশ স্বাদু পানির মাছ কোন শ্রেণির অন্তর্ভুক্ত?

ক. উভচর খ. সরীসৃপ

গ. অসটিকথিস ঘ. মলাস্কা

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.গ ২.ঘ ৩.খ ৪.ক ৫.গ ৬.ক ৭.ক ৮.ক ৯.ক ১০.গ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা