অষ্টম শ্রেণি – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

২১. তথ্য বহনের জন্য মিডিয়া ও কম্পিউটারের মধ্যে কোন ডিভাইসটি থাকে?

ক. রিসোর্স নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড

খ. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড

গ. মডেম

ঘ. ক্লায়েন্ট

২২. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের অপর নাম কী?

ক. ই-মেইল সার্ভার খ. হাব

গ. রিসোর্স ঘ. নেটওয়ার্ক অ্যাডাপ্টার

২৩. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ব্যবহার করে—

i. মিডিয়া থেকে তথ্য নেয়

ii. তথ্য নিয়ে কম্পিউটারে দেয়

iii. কম্পিউটার থেকে তথ্য নিয়ে নেটওয়ার্কে ছেড়ে দেয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪. ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়, তাকে কী বলে?

ক. মিডিয়া খ. রিসোর্স

গ. সার্ভার ঘ. প্রটোকল

২৫. প্রিন্টার, ফ্যাক্স কিসের উদাহরণ?

ক. রিসোর্স খ. প্রটোকল

গ. সার্ভার ঘ. মিডিয়া

২৬. কম্পিউটার দিয়ে কেউ যদি সার্ভারে রাখা একটি ছবি আঁকার সফটওয়্যার ব্যবহার করে, তবে তাকে কী বলে?

ক. মিডিয়া খ. সার্ভার

গ. প্রটোকল ঘ. রিসোর্স

২৭. রিসোর্স ব্যবহারকারীকে কী বলা হয়?

ক. ক্লায়েন্ট খ. প্রটোকল

গ. ই-মেইল ঘ. ইউজার

২৮. সার্ভার থেকে যে ক্লায়েন্ট রিসোর্স ব্যবহার করে, তাকে কী বলে?

ক. ইউজার খ. প্রটোকল

গ. ই-মেইল ঘ. ক্লায়েন্ট

২৯. নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের মধ্যে যে নিয়মকানুন মেনে চলতে হয়, তাকে কী বলে?

ক. নেটওয়ার্ক খ. প্রটোকল

গ. ক্লায়েন্ট ঘ. সার্ভার

৩০. ভিন্ন ভিন্ন কম্পিউটারকে একসঙ্গে যুক্ত করতে হলে এক কম্পিউটারের সঙ্গে অন্য কম্পিউটারের যোগাযোগ করার নিয়ম মানার কৌশলকে কী বলে?

ক. প্রটোকল খ. সার্ভার

গ. মিডিয়া ঘ. রিসোর্স

সঠিক উত্তর

অধ্যায় ২: ২১.খ ২২.ঘ ২৩.ঘ ২৪.খ ২৫.ক ২৬.ঘ ২৭.ঘ ২৮.ক ২৯.খ ৩০.ক

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)