অষ্টম শ্রেণি – বিজ্ঞান | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

১১. কোন শ্রেণির প্রাণীদের রক্ত শীতল?

ক. সরীসৃপ খ. কর্ডাটা

গ. উভচর ঘ. পরিফেরা

১২. স্তন্যপায়ী শ্রেণির প্রাণীদের হৃদ্পিণ্ড কত প্রকোষ্ঠবিশিষ্ট?

ক. তিন খ. চার

গ. পাঁচ ঘ. ছয়

১৩. একটি প্রাণীকে সঠিকভাবে শনাক্ত করতে হলে প্রধানত কতটি ধাপের বৈশিষ্ট্য মিলিয়ে নিতে হয়?

ক. তিন খ. পাঁচ

গ. ছয় ঘ. সাত

১৪. ক্ষতিকর পোকাদের কী বলে?

ক. মলাস্কা খ. পেস্ট

গ. অরীয় ঘ. ইনসেক্টস

১৫. প্রাচীর দিয়ে ঘেরা দেহগহ্বরকে কী বলে?

ক. সিলোম খ. ম্যাস্টল

গ. সিলেন্টেরন ঘ. পেস্ট

১৬. বহুকোষী প্রাণীর পৌষ্টিকনালি ও দেহপ্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে কী বলে?

ক. সিলোম খ. ম্যাস্টল

গ. করোটি ঘ. সিস্ট

১৭. হিমোসিলের ভেতর দিয়ে কী প্রবাহিত হয়?

ক. পানি খ. রক্ত

গ. শ্বাস–প্রশ্বাস ঘ. খাবার

১৮. মলাস্কা পর্বের প্রাণীদের নরম দেহ কী দিয়ে আবৃত থাকে?

ক. সিলোম খ. ম্যাস্টল

গ. সিস্ট ঘ. ফুলকা

১৯. যে প্রাণীকে তাদের দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিবার সমান দুই অংশ ভাগ করা যায়, তাকে কী প্রাণী বলে?

ক. অরীয় প্রতিসম খ. ম্যাস্টল

গ. সিলোম ঘ. কর্ডাটা

২০. মস্তিস্ক কিসের মধ্যে সুরক্ষিত থাকে?

ক. করোটিতে খ. মাথায়

গ. হাড় দিয়ে ঘ. নটোকর্ড

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১.গ ১২.খ ১৩.ঘ ১৪.খ ১৫.গ ১৬.ক ১৭.খ ১৮.খ ১৯.ক ২০.ক

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)