এইচএসসি ২০২২ - অর্থনীতি ২য় পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ২
১. মানবসভ্যতার যাত্রা শুরু হয় কী দিয়ে?
ক. কৃষি খ. জুমচাষ
গ. সুতা বুনন ঘ. কাপড় তৈরি
২. কুইনাইন তৈরি হয় কী থেকে?
ক. পেনিসিলিয়াম খ. সিনকোনা
গ. অর্জুন ঘ. ছত্রাক
৩. কৃষিতে কয় ধরনের ফসল উৎপাদিত হয়?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৪. সামাজিক বনায়ন কার্যক্রমের প্রাথমিক সূচনা হয় কত সালে?
ক. ১৯৬৭ খ. ১৯৬৮
গ. ১৯৬৯ ঘ. ১৯৭০
৫. স্ট্র মাশরুমের উৎপাদন কখন হয়?
ক. সারা বছর খ. বর্ষাকালে
গ. শীতকালে ঘ. গরমকালে
৬. সেচের পানির উৎস কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৭. বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি?
ক. কৃষি খ. রেমিট্যান্স
গ. চামড়া ঘ. গার্মেন্টস
৮. মধ্যমেয়াদি কৃষিঋণের সময়কাল কত দিন?
ক. ১-৩ বছর খ. ১-৪ বছর
গ. ১-৫ বছর ঘ. ১-৬ বছর
৯. সবচেয়ে বেশি মাশরুমের চাষ হয় কোন দেশে?
ক. চীন খ. ভারত
গ. ইতালি ঘ. জাপান
১০. মালিকানার ভিত্তিতে কৃষি খামার কত প্রকার?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
সঠিক উত্তর
অধ্যায় ২: ১.ক ২.খ ৩.ক ৪.ক ৫.ঘ ৬.ক ৭.ক ৮.গ ৯.ক ১০.খ
শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা