এইচএসসি ২০২২ - অর্থনীতি ২য় পত্র । অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৪১. আদমশুমারির পদ্ধতি কয়টি?

ক. ২ গ. ৪

গ. ৭ ঘ. ৯

৪২. প্রাকৃতিক দুর্যোগে জনসংখ্যা রোধ করার কথা বলা হয়েছে কোন তত্ত্বে?

ক. ম্যালথাসের তত্ত্বে

খ. কাম্য জনসংখ্যাতত্ত্বে

গ. ক্রমহ্রাসমান তত্ত্বে

ঘ. বর্ধমান তত্ত্বে

৪৩. স্থূল মৃত্যুহার নির্ণয়ের সূত্র কোনটি?

ক. CRD =  D _ P  × 1000

খ. DR =  D _ P 

গ. CRD =  P _ D  × 100

ঘ. CRD =  D _ P 

৪৪. একটি দেশের জনসংখ্যার সরকারি গণনাকে বলা হয়?

ক. সংখ্যা গণনা খ. গণনা কার্যক্রম

গ. আদমশুমারি ঘ. জাতীয় আয়

৪৫. CDR–এ পূর্ণরূপ কী?

ক. Crude Death Rate

খ. Curb Death Rate

গ. Crude Demand Rate

ঘ. Crude Death Reference

৪৬. জনসংখ্যা বৃদ্ধির সামাজিক প্রভাব হলো—

i. পুষ্টিহীনতা

ii. উৎপাদন বৃদ্ধি

iii. শিক্ষার অভাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৭. জনসংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে—

i. কৃষিজমির ওপর প্রভাব পড়ে

ii. বেকারত্ব বৃদ্ধি পায়

iii. চিকিৎসাঘাটতি ঘটে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৮. জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক প্রভাব—

i. উৎপাদন বৃদ্ধি

ii. উৎপাদন হ্রাস পায়

iii. মাথাপিছু আয় হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৯. কাম্য জনসংখ্যা তত্ত্বে—

i. সংখ্যাগত দিক বিবেচনা করা হয়েছে

ii. গুণগত দিক বিবেচনা করা হয়েছে

iii. পরিমাণগত দিক বিবেচনা করা হয়েছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫০. জনসংখ্যার ভৌগোলিক কাঠামো বলতে বোঝায়—

i. অঞ্চলভিত্তিক বণ্টন

ii. গ্রামভিত্তিক বণ্টন

iii. শহরভিত্তিক বণ্টন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৪১.গ ৪২.ক ৪৩.ক ৪৪.গ ৪৫.ক ৪৬.খ ৪৭.ঘ ৪৮.গ ৪৯.ঘ ৫০.ঘ

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)