পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৩১. ‘সমীর’ শব্দের অর্থ কী?
ক. গন্ধ খ. আগুন
গ. বাতাস ঘ. আকাশ
৩২. বসন্তের সৌন্দর্য কবির কাছে কেমন?
ক. বিষণ্ন খ. কাব্য প্রেরণার
গ. অর্থহীন ঘ. রিক্ত
৩৩. কুহেলী উত্তরী পরে কে বিদায় নিয়েছে?
ক. গ্রীষ্ম খ. বর্ষা
গ. শীত ঘ. বসন্ত
৩৪. কার মৃত্যুতে কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে?
ক. কবিপুত্র খ. কবিকন্যা
গ. কবির স্বামীর ঘ. কবি মাতার
৩৫. প্রকৃতিতে বসন্ত এলেও কবির মন বিষণ্ন কেন?
ক. প্রকৃতি কবির মনে প্রভাব ফেলতে পারেনি
খ. প্রকৃতির সঙ্গে কবির মনঃসংযোগ নেই
গ. ব্যক্তিজীবনের দুঃখ কবি মনকে আঁকড়ে রেখেছে
ঘ. কবিমন উদাসীন
৩৬. গাছে গাছে ফুল ফোটে কেন?
ক. বসন্তকে অভ্যর্থনা জানাতে
খ. শীতের আগমনকে জানিয়ে দিতে
গ. কবির মনে বসন্তের ছোঁয়া দিতে
ঘ. প্রকৃতির বুকে প্রাণ সঞ্চার করতে
৩৭. ‘দখিনা দুয়ার’ শব্দটি দ্বারা কবি কিসের আগমনকে জানিয়ে দিয়েছেন?
ক. দক্ষিণ পথ
খ. দক্ষিণ দরজা
গ. বসন্তের দখিনা বাতাস
ঘ. বসন্তের বাতাবি লেবু ফুলের ঘ্রাণ
৩৮. কবির নিকট বসন্তের আগমন অর্থহীন কেন?
ক. বসন্ত কবিকে ভাবাতে পারেনি
খ. কবি বসন্ত সম্পর্কে অজ্ঞাত
গ. বসন্তের আবেদন গুরুত্বহীন
ঘ. প্রিয়জন কবির কাছে নেই
৩৯. ‘তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে।’—তাহারে বলতে কবি কাকে বুঝিয়েছেন?
ক. কবির বন্ধুকে
খ. কবির স্বামীকে
গ. কবির নিকটাত্মীয়কে
ঘ. বসন্ত ঋতুকে
৪০. ‘এখনো দেখনি তুমি’—এ চরণ দ্বারা কবির কোন ভাবনাকে নির্দেশ করে?
ক. কবির একাগ্রতা
খ. কবির উদাসীনতা
গ. কবির শোকাচ্ছন্নতা
ঘ. কবির একাকিত্ব
সঠিক উত্তর
তাহারেই পড়ে মনে: ৩১.গ ৩২.গ ৩৩.গ ৩৪.গ ৩৫.গ ৩৬.ক ৩৭.গ ৩৮.ঘ ৩৯.খ ৪০.খ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা