এইচএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | লালসালু : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

লালসালু

২১. মজিদের মন অন্ধকার হয়ে আসে কেন?

ক. পির সাহেবের আগমনে

খ. জমিলাকে শাসন করতে ব্যর্থ হলে

গ. আমেনা বিবি অবিশ্বাস করায়

ঘ. মাজারে সালু কাপড়ের বিবর্ণতা দেখে

২২. ‘লালসালু’ উপন্যাসে বিদ্রোহী চরিত্র হিসেবে কার আবির্ভাব ঘটে?

ক. রহিমার খ. আমেনার

গ. জমিলার ঘ. হাসুনির মা

২৩. ‘লালসালু’ উপন্যাসের প্রধান চরিত্র কোনটি?

ক. মজিদ খ. মোদাচ্ছের পির

গ. তাহের ঘ. খালেক ব্যাপারী

২৪. মজিদের কী খাওয়ার অভ্যাস ছিল?

ক. হুক্কা খ. বিড়ি

গ. সিগারেট ঘ. পান

২৫. ‘লালসালু’ উপন্যাসে উল্লিখিত ‘খোদার এলামে বুক ভরে না’ কেন?

ক. কুসংস্কারের জন্য খ. স্বার্থপরতার জন্য

গ. শিক্ষাহীনতার জন্য ঘ. তলায় পেটশূন্য বলে

২৬. ‘তাই তারা ছোটে, ছোটে’— কেন ছোটে?

ক. জীবিকার সন্ধানে

খ. মাছ ধরার জন্য

গ. লেখাপড়া করার জন্য

ঘ. পিরের কাছে যাওয়ার জন্য

২৭. ‘লালসালু’ উপন্যাসে কে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায়?

ক. মজিদ খ. জমিলা

গ. আক্কাস ঘ. মোদাব্বের

২৮. কোন সড়কের ওপর এক অপরিচিত লোক মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে?

ক. মতিগঞ্জ সড়কে খ. মহব্বতনগর সড়কে

গ. মধুপুর সড়কে ঘ. পাহাড়গামী সড়কে

২৯. ‘তা এই মতলব হইল কেন?’—বদ মতলবটা কী?

ক. স্কুল প্রতিষ্ঠার প্রচেষ্টা

খ. মাজার উচ্ছেদের প্রচেষ্টা

গ. মসজিদ উচ্ছেদের প্রচেষ্টা

ঘ. রাস্তাঘাট বানানোর প্রচেষ্টা

৩০. ‘লালসালু’ উপন্যাসের নায়িকা চরিত্র কোনটি?

ক. জমিলা খ. রহিমা

গ. হাসুনির মা ঘ. আমেনা

লালসালু: ২১.খ ২২.গ ২৩.ক ২৪.ক ২৫.ঘ ২৬.ক ২৭.গ ২৮.ক ২৯.ক ৩০.ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)