এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

১. চালান কে তৈরি করেন?

ক. ক্রেতা খ. বিক্রেতা

গ. মধ্যস্থতাকারী ঘ. দেনাদার

২. প্রদত্ত বাট্টা কীভাবে হিসাবকে প্রভাবিত করে?

ক. খরচ বাড়ে ও সম্পদ কমে

খ. আয় বাড়ে ও সম্পদ কমে

গ. খরচ কমে ও দায় বাড়ে

ঘ. আয় কমে ও দায় বাড়ে

৩. যন্ত্রপাতি ক্রয় ৩,০০,০০০ টাকা; যানবাহন খরচ ২০,০০০ টাকা ও সংস্থাপন ব্যয় ৩০,০০০ টাকা হলে, সঠিক জাবেদা কোনটি?

ক. যন্ত্রপাতি হিসাব ডেবিট ৩,২০,০০০ টাকা; নগদান হিসাব ক্রেডিট ৩,২০,০০০ টাকা

খ. যন্ত্রপাতি হিসাব ডেবিট ৩,৩০,০০০ টাকা; প্রদেয় হিসাব ক্রেডিট ৩,৩০,০০০ টাকা

গ. যন্ত্রপাতি হিসাব ডেবিট ৩,৫০,০০০ টাকা; নগদান হিসাব ক্রেডিট ৩,৫০,০০০ টাকা

ঘ. যন্ত্রপাতি হিসাব ডেবিট ৩,০০,০০০ টাকা; সংস্থাপন ব্যয় হিসাব ডেবিট ৩,৩০,০০০ টাকা; বহন খরচ হিসাব ডেবিট ২০,০০০ টাকা; নগদান হিসাব ক্রেডিট ৩,৫০,০০০ টাকা।

৪. ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় কোনটি?

ক. ক্রয় বাট্টা খ. বিক্রয় বাট্টা

গ. নগদ বাট্টা ঘ. পরিমাণ বাট্টা

৫. বিক্রয়কারীর কাছে ভ্যাট কোন ধরনের হিসাব?

ক. আয় খ. দায়

গ. সম্পদ ঘ. খরচ

৬. নগদ টাকার বিকল্প হিসেবে কাজ করে কোনটি?

ক. শেয়ার খ. ঋণপত্র

গ. স্টক ঘ. চেক

৭. মূলধনের ওপর সুদ ৭,০০০ টাকা। এর জন্য কোন হিসাব ক্রেডিট করতে হবে?

ক. নগদান খ. মূলধন

গ. মূলধনের সুদ ঘ. প্রাপ্ত সুদ

৮. খতিয়ানের জের দ্বারা রেওয়ামিল প্রস্তুতের কাজকে কী বলে?

ক. স্থানান্তরকরণ খ. শ্রেণীবদ্ধকরণ

গ. সংক্ষিপ্তকরণ ঘ. চিহ্নিতকরণ

৯. বিক্রয়–ফেরত লিপিবদ্ধ করার জন্য যে দলিল ব্যবহৃত হয়, তাকে কী বলে?

ক. ডেবিট ভাউচার

খ. ডেবিট নোট

গ. ক্রেডিট ভাউচার

ঘ. ক্রেডিট নোট

১০. চালানে দেখানো হয় কোনটি?

ক. নগদ প্রাপ্তি খ. নগদ প্রদান

গ. নগদ বাট্টা ঘ. কারবারি বাট্টা

সঠিক উত্তর

অধ্যায় ২: ১.খ ২.ক ৩.গ ৪.গ ৫.খ ৬.ঘ ৭.খ ৮.গ ৯.ঘ ১০.ঘ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০) ▶