এইচএসসি ২০২২ - অর্থনীতি ২য় পত্র | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

২১. কোনটির মাধ্যমে জনসংখ্যার পরিমাপ করা যায়?

ক. ভোটার খ. পেশা

গ. আদমশুমারি ঘ. ঘরবাড়ি

২২. আদমশুমারি সাধারণত কত বছর পর হয়?

ক. তিন বছর খ. পাঁচ বছর

গ. আট বছর ঘ. দশ বছর

২৩. জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সরাসরি কিসের ওপর পড়ে?

ক. খাদ্যের খ. ভূমির

গ. পরিবেশের ঘ. কর্মসংস্থানের

২৪. জনসংখ্যা–সম্পর্কিত প্রচলিত তত্ত্ব কয়টি?

ক. ২টি খ. ৫টি

গ. ৭টি ঘ. ৯টি

২৫. কোন তত্ত্বটি অধিক বৈজ্ঞানিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত?

ক. ম্যালথাসের জনসংখ্যাতত্ত্ব

খ. কাম্য জনসংখ্যাতত্ত্ব

গ. জাতিসংঘ রিপোর্ট

ঘ. রবিন্স তত্ত্ব

২৬. জনগণকে সামগ্রিক সম্পদের সঙ্গে তুলনা করা হয়েছে কোন তত্ত্বে?

ক. ম্যালথাসের জনসংখ্যাতত্ত্বে

খ. কাম্য জনসংখ্যাতত্ত্বে

গ. জাতিসংঘ রিপোর্টে

ঘ. রবিন্স তত্ত্বে

২৭. একটি দেশের জনসংখ্যা কখন স্থিতিশীল থাকে?

ক. বেকারত্ব বৃদ্ধি পেলে

খ. শিক্ষার হার কমলে

গ. জন্মহার ও মৃত্যুহার সমান হলে

ঘ. জন্মহার বাড়লে

২৮. ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বানুযায়ী খাদ্যের উৎপাদন হয়—

ক. গাণিতিক হারে

খ. বর্ধমান হারে

গ. হ্রাসমান হারে

ঘ. জ্যামিতিক হারে

২৯. জন্মহার পরিমাপের প্রচলিত ও গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি?

ক. স্থূল জন্মহার খ. স্থূল মৃত্যুহার

গ. বহির্গমন ঘ. অভিবাসন

৩০. অশোধিত জন্মহারের সংক্ষিপ্ত রূপ কোনটি?

ক. CDR খ. CBR

গ. CRD ঘ. DR

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২১.গ ২২.ঘ ২৩.খ ২৪.ক ২৫.খ ২৬.খ ২৭.গ ২৮.ক ২৯.ক ৩০.খ

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)