এইচএসসি পরীক্ষার প্রস্তুতি
এইচএসসি ২০২২ - জীববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৭ : বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ৭
উদ্দীপকটি দেখে ৩২ ও ৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও
৩২. পুষ্প প্রতীকটি যেসব বৈশিষ্ট্য গ্রহণ করে—
i. দলমণ্ডলের এস্টিভেশন কুইনক্যানশিয়াল
ii. পুংকেশর টেট্রাডিনেমাস
iii. গর্ভপত্র সংযুক্ত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩. পুষ্প প্রতীকটি কোন গোত্রের?
ক. সোলানেসি
খ. মালভেসি
গ. লিগুমিনোসি
ঘ. লিলিয়েসি
৩৪. জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা কয়টি?
ক. এক খ. তিন
গ. পাঁচ ঘ. সাত
৩৫. Cycas-এর মূলে—
i. অসংখ্য অগ্র শাখা থাকে
ii. এর আকৃতি সামুদ্রিক প্রবালের মতো
iii. সায়ানোব্যাকটেরিয়া বাস করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
তাসনিমুন একটি ফুল পর্যবেক্ষণ করার সময় দেখতে পেল, পাপড়িগুলো টুইস্টেড এবং পাপড়ির গোড়া পিচ্ছিল আঠালো পদার্থসমৃদ্ধ।
৩৬. তাসনিমুনের পর্যবেক্ষণকৃত ফুলটি কোন গোত্রের?
ক. Malvaceae খ. Cruciferae
গ. Poaceae ঘ. Solanaceae
৩৭. উল্লিখিত ফুলটির অমরাবিন্যাস কী রূপ?
ক. প্রান্তীয় খ. মূলীয়
গ. অক্ষীয় ঘ. বহুপ্রান্তীয়
৩৮. Cycas উদ্ভিদের সস্য কোন ধরনের?
ক. হ্যাপ্লয়েড
খ. ডিপ্লয়েড
গ. ট্রিপ্লয়েড
ঘ. পলিপ্লয়েড
৩৯. আবৃতবীজী উদ্ভিদের সস্য কী ধরনের?
ক. টেট্রাপ্লয়েড
খ. ট্রিপ্লয়েড
গ. ডিপ্লয়েড
ঘ. হ্যাপ্লয়েড
৪০. উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ শুক্রাণু কোন উদ্ভিদের?
ক. Riccia খ. Gnetum
গ. Cycas ঘ. Pteris
৪১. Cycas-এর প্রধান দেহ কোন ধরনের?
ক. থ্যালোফাইট
খ. গ্যামেটোফাইট
গ. স্পোরোফাইট
ঘ. এপিফাইট
সঠিক উত্তর
অধ্যায় ৭: ৩২.গ ৩৩.ক ৩৪.গ ৩৫.ঘ ৩৬.ক ৩৭.গ ৩৮.ক ৩৯.খ ৪০.গ ৪১.গ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা