এইচএসসি পরীক্ষার প্রস্তুতি
এইচএসসি ২০২২ - জীববিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ২
২১. ঘাসফড়িংয়ের কর্নিয়া—
i. ওমাটিডিয়ামের ভেতর আলো প্রবেশে সাহায্য করে
ii. আলো প্রতিফলিত হয়ে দূরে যেতে বাধা দেয়
iii. পুঞ্জাক্ষির আলোকে প্রতিসরণ অঙ্গ হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২.হাইড্রার যৌন জননের ধাপসমূহ—
i. গ্যামেটোজেনেসিস
ii. নিষেক
iii. পরিস্ফুটন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. ভারসাম্য রক্ষা ছাড়া রুই মাছের বায়ুথলি কাজ করে—
i. শ্রবণ ও শব্দ তৈরির অঙ্গ হিসেবে
ii. খাদ্য পরিপাকের অঙ্গ হিসেবে
iii. শ্বসন ও সংবেদী অঙ্গ হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
চিত্রটি দেখে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও
২৫. চিত্রটির ক্ষেত্রে বলা যায়—
i. এটি মাঝারি আকৃতির নেমাটোসিস্ট
ii. এতে তিন সারি বার্বিউল বিদ্যমান
iii. এতে তিনটি বার্ব বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. হিপনোটক্সিনে উপস্থিত থাকে—
i. ফেনল ii. লিপিড iii. প্রোটিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও
ঘাসফড়িংয়ের জীবনচক্রের দুটি দশা নিম্নরূপ:
X= কিছু সময়ের জন্য ভ্রূণীয় বর্ধন থেমে থাকা।
Y= শস্যজাতীয় খাদ্য খেতে দ্রুত বেড়ে ওঠা।
২৭. ঘাসফড়িংয়ে Y দশায় আবরণ কী রূপ?
ক. নমনীয়
খ. অস্থিতিস্থাপক
গ. স্থিতিস্থাপক
ঘ. প্রসারণক্ষম
২৮. ঘাসফড়িংয়ে X দশার কারণ—
i. বাইরের পরিবেশের ঠান্ডা
ii. খাদ্যের অপ্রতুলতা
iii. ডিমের আবরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও
২৯. উদ্দীপকের B অংশের নাম কী?
ক. ফোকাস
খ. সার্কুলি
গ. অগ্রক্ষেত্র
ঘ. পশ্চাৎক্ষেত্র
৩০. উদ্দীপকটির ক্ষেত্রে বলা যায়—
i. B অংশ দ্বারা মাছের বয়স নির্ণয় করা যায়
ii. এটি দ্বারা মাছের দেহ আবৃত থাকে
iii. এর ভেতর চারটি ফুলকা থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ২১. ক ২২. ঘ ২৩. খ ২৪. ক ২৫. গ ২৬. খ ২৭. খ ২৮. ক ২৯.ক ৩০. ক
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন