এইচএসসি ২০২২ - ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি
অধ্যায় ৩
১. কোন বার্ষিকবৃত্তি মেয়াদ শেষে পরিশোধ করা হয়?
ক. সাধারণ বার্ষিকবৃত্তি
খ. অগ্রিম বার্ষিকবৃত্তি
গ. চক্রবৃদ্ধিকরণ
ঘ. বিলম্বিত বার্ষিকবৃত্তি
২. অর্থের ক্রয় ক্ষমতাকে অর্থের কী বলা হয়?
ক. মূল্য খ. প্রয়োজন
গ. অভাব ঘ. সক্ষমতা
৩. বিধি-৭২ অনুযায়ী ৫০০ টাকা ৯ বছরে দ্বিগুণ হতে হলে সুদের হার কত হতে হবে?
ক. ৮% খ. ৯%
গ. ১০% ঘ. ১১%
৪. অর্থের সময়মূল্যের কারণ কী?
ক. বছর খ. তারল্য
গ. সুদের হার ঘ. অ্যানুইটি
৫. বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে কী বলে?
ক. চক্রবৃদ্ধিকরণ খ. বাট্টাকরণ
গ. বার্ষিকবৃত্তি ঘ. গুণকরণ
৬. সব অর্থায়ন সিদ্ধান্তগুলোর মূল কী?
ক. মূলধন ব্যয় খ. মূলধন বাজেটিং
গ. সুদের হার ঘ. অর্থের সময়মূল্য
৭. শুধু মূলধনের ওপর সুদ ধার্য করা হলে তাকে কী বলে?
ক. কিস্তি খ. সরল সুদ
গ. চক্রবৃদ্ধি সুদ ঘ. বার্ষিক সুদ
৮. সাপ্তাহিক ১% চক্রবৃদ্ধি সুদের হার হলে, বার্ষিক সুদের হার কত?
ক. ১৮% খ. ৩৬%
গ. ৪০% ঘ. ৫২%
৯. ঋণকিস্তি পরিশোধে ব্যর্থ হলে কী ঘটে?
ক. ঋণ মওকুফ খ. দেউলিয়া
গ. মূল্যস্তর হ্রাস ঘ. প্রবৃদ্ধির হার হ্রাস
১০. EAR-এর পূর্ণরূপ কী?
ক. Effective interest rate
খ. Effective Annum Rate
গ. Effective Annual Rate
ঘ. Effective Annual Ratio
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১.ক ২.ক ৩.ক ৪.গ ৫.খ ৬.ঘ ৭.খ ৮.ঘ ৯.খ ১০.গ
নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষক, সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা