এইচএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | বিলাসী : বহুনির্বাচনি প্রশ্ন

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

বিলাসী

৪১. ‘গ্রামটা রসাতলে গেল।’ মৃত্যুঞ্জয়ের খুড়ার এই উক্তিতে কী প্রতিফলিত হয়?

ক. কুসংস্কার খ. ধর্মীয় গোঁড়ামি

গ. গ্রামের অবনতি ঘ. গ্রামের উন্নতি

৪২. ‘মহত্ত্বের কাহিনি আমাদের অনেক আছে।’ ‘মহত্ত্বের কাহিনি’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. উদারতার কথা

খ. নীচতার কথা

গ. মহানুভবতার কথা

ঘ. সুখ্যাতির কথা

৪৩. কৃতবিদ্যা শিশুর দল বড় হয়ে কিসের আত্মপ্রকাশ করবে?

ক. পাণ্ডিত্য খ. বিদ্যার তেজ

গ. বিদ্যার মাহাত্ম্য ঘ. যোগ্যতা

৪৪. ‘বলিলাম, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও।’ উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?

ক. ন্যাড়ার সাহসিকতা

খ. ন্যাড়ার আত্মসম্মানবোধ

গ. ন্যাড়ার ভীরুতা

ঘ. পথের স্বল্পতা

৪৫. শরৎচন্দ্রের শিল্পীমানসের মৌলিক বৈশিষ্ট্য—

i. মানবতা

ii. মানুষের প্রতি ভালোবাসা

iii. সমাজের অসংগতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৬. শরৎচন্দ্রের উপন্যাস সম্পর্কে সমর্থনযোগ্য—

i. প্রাকৃতিক সৌন্দর্য উঠে এসেছে

ii. বিদেশি ভাষায় অনূদিত হয়েছে

iii. চলচ্চিত্রায়িত হয়েছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর দাও

আদু ভাই ক্লাস সেভেনে পড়তেন। ঠিক পড়তেন না বলে পড়ে থাকতেন বলাই ভালো। কারণ, ওই বিশেষ শ্রেণি ব্যতীত আর কোনো শ্রেণিতে তিনি কখনো পড়েছেন কি না, পড়ে থাকলে ঠিক কবে পড়েছেন, সে কথা ছাত্রেরা কেউ জানত না। শিক্ষকেরাও অনেকেই জানতেন না বলেই বোধ হতো। অনেক শিক্ষকই তাঁকে ‘আদু ভাই’ বলে ডাকতেন। কারণ নাকি এই, তাঁরাও এককালে আদু ভাইয়ের সহপাঠী ছিলেন এবং সবাই নাকি ক্লাস সেভেনেই আদু ভাইয়ের সঙ্গে পড়েছেন।

৪৭. উদ্দীপকের আদু ভাইয়ের সঙ্গে ‘বিলাসী’ গল্পে কার সাদৃশ্য রয়েছে?

ক. ন্যাড়া খ. মৃত্যুঞ্জয়

গ. খুড়া ঘ. বিলাসী

৪৮. উক্ত চরিত্রে আদু ভাইয়ের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে—

i. একই ক্লাসে দীর্ঘদিন পড়া

ii. উত্তীর্ণ না হওয়া

iii. পঠিত ক্লাসের পড়া শুরুর ইতিহাস অজানা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ ও ৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও

কাঙালির কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন। ছোড়াটা মড়া ছুঁইয়া আসিয়াছে, কী জানি, এখানকার কিছু ছুঁইয়া ফেলিল নাকি! ধমক দিয়া বলিলেন, ‘মা মরেছে ত যা নিচে নেবে দাঁড়া। ওরে কে আছিস রে, এখানে একটু গোবর জল ছড়িয়ে দে! কী জাতের ছেলে তুই?’ কাঙালি সভয় প্রাঙ্গণে নামিয়া দাঁড়াইয়া কহিল, ‘আমরা দুলে।’ অধর কহিলেন, ‘দুলে! দুলের মড়ার কাঠ কী হবে শুনি?’

৪৯. উদ্দীপকের কাঙালির সঙ্গে ‘বিলাসী’ গল্পের কোন চরিত্রটি সাদৃশ্যপূর্ণ?

ক. বিলাসী খ. ন্যাড়া

গ. খুড়া ঘ. মৃত্যুঞ্জয়

৫০. উদ্দীপকে ‘বিলাসী’ গল্পের যে দিক ফুটে উঠেছে—

i. বর্ণবৈষম্য

ii. রক্ষণশীলতা

iii. সমাজের অনুদারতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

বিলাসী: ৪১.খ ৪২.খ ৪৩.খ ৪৪.খ ৪৫.ক ৪৬.গ ৪৭.খ ৪৮.ঘ ৪৯.ক ৫০.ঘ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন