এইচএসসি ২০২২ - বাংলা ২য় পত্র | শব্দ ও ভাষার শুদ্ধ প্রয়োগ : ব্যাকরণিক শ্রেণি
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
শব্দ ও ভাষার শুদ্ধ প্রয়োগ
৪১। অশুদ্ধ: অন্যায়ের ফল দুর্নিবার্য।
শুদ্ধ: অন্যায়ের প্রতিফল অনিবার্য।
৪২। অশুদ্ধ: সে অপমান হইয়াছে।
শুদ্ধ: সে অপমানিত হইয়াছে।
৪৩। অশুদ্ধ: কুপুরুষের মতো কথা বলছ কেন?
শুদ্ধ: কাপুরুষের মতো কথা বলছ কেন?
৪৪। অশুদ্ধ: আমার আর বাঁচিবার স্বাদ নাই।
শুদ্ধ: আমার আর বাঁচিবার সাধ নাই।
৪৫। অশুদ্ধ: একের লাঠি দশের বোঝা।
শুদ্ধ: দশের লাঠি একের বোঝা।
৪৬। অশুদ্ধ: সব মাছগুলোর দাম কত?
শুদ্ধ: সব মাছের দাম কত?
৪৭। অশুদ্ধ: কালীদাস খ্যাতমান কবি।
শুদ্ধ: কালীদাস খ্যাতিমান কবি।
৪৮। অশুদ্ধ: তাহাকে এখান থেকে যাইতে হইবে।
শুদ্ধ: তাকে এখান থেকে যেতে হবে।
৪৯। অশুদ্ধ: বৃক্ষটি সমূলসহ উত্পাটিত হয়েছে।
শুদ্ধ: বৃক্ষটি মূলসহ উত্পাটিত হয়েছে।
৫০। অশুদ্ধ: বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেয়।
শুদ্ধ: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয়।
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা