এইচএসসি ২০২২ - ভূগোল ২য় পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

২১. বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোথায় অবস্থিত?

ক. বাংলাদেশ খ. ভারত

গ. পাকিস্তান ঘ. মিয়ানমার

২২. লালমাই পাহাড়ের আয়তন কত বর্গকিলোমিটার?

ক. ১৪ খ. ২৪

গ. ৩৪ ঘ. ৪৪

২৩. বাংলাদেশের পর্বতের সঙ্গে গঠনগত মিল রয়েছে কোন পর্বতের?

ক. ফুজিয়ামা খ. আন্দিজ

গ. হেনরি ঘ. ভিসুভিয়াস

২৪. পাদদেশীয় পলল ভূমি দেখা যায় বাংলাদেশের কোন অঞ্চলে?

ক. খুলনা-বাগেরহাট

খ. কুমিল্লা-নোয়াখালী

গ. রংপুর-দিনাজপুর

ঘ. চট্টগ্রাম-কক্সবাজার

নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও

২৫. উদ্দীপকে ‘ক’ চিহ্নিত স্থানটি বাংলাদেশের কোন ভূপ্রকৃতির অন্তর্গত?

ক. দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়

খ. পাদদেশীয় সমভূমি

গ. মধুপুর ও ভাওয়ালের গড়

ঘ. বরেন্দ্রভূমি এলাকা

২৬. উদ্দীপকে ‘ক’ ও ‘খ’ চিহ্নিত এলাকার মধ্যে বৈসাদৃশ্য রয়েছে—

i. বৃষ্টিপাত

ii. মৃত্তিকায়

iii. উদ্ভিদে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৭. বরেন্দ্রভূমি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত?

ক. উত্তর-পূর্ব খ. দক্ষিণ-পূর্ব

গ. উত্তর-পশ্চিম ঘ. দক্ষিণ-পশ্চিম

২৮. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?

ক. তাজিংডং খ. কেওক্রাডাং

গ. গারো পাহাড় ঘ. মেঘলা

২৯. বাংলাদেশের ভূপ্রকৃতিকে কয়টি ভাগে ভাগ করা যায়?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

৩০. বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন ধরনের সমভূমি দেখা যায়?

ক. পাদদেশীয় খ. প্লাবন

গ. বদ্বীপ ঘ. হিমবাহ

সঠিক উত্তর

অধ্যায় ২: ২১.ক ২২.গ ২৩.খ ২৪.গ ২৫.গ ২৬.ঘ ২৭.গ ২৮.ক ২৯.খ ৩০.ক

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন