এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৫১.সব দীর্ঘমেয়াদি ও চলতি দায় রেওয়ামিলের কোন পাশে বসে?

ক. ডেবিট

খ. ক্রেডিট

গ. উভয় পাশে

ঘ. কোনো পাশেই নয়

৫২. মিমু ট্রেডার্সের ব্যবসায়ে ১৫,০০০ টাকা শিক্ষানবিশ সেলামি পাওয়া গেল। এটি রেওয়ামিলে—

ক. ডেবিট কলামে বসাতে হবে

খ. ক্রেডিট কলামে বসাতে হবে

গ. ডেবিট ও ক্রেডিট উভয় কলামে

বসাতে হবে

ঘ. আংশিক ডেবিট ও ক্রেডিট কলামে বসাতে হবে

৫৩. পূজা অ্যান্ড কোং ১০% হারে ৫০,০০০ টাকা বিনিয়োগ করে। বিনিয়োগ থেকে প্রাপ্ত সুদ রেওয়ামিলের কোন দিকে বসবে?

ক. ডেবিট দিকে ৫,০০০ টাকা

খ. ক্রেডিট দিকে ৫,০০০ টাকা

গ. ডেবিট ও ক্রেডিট দিকে ৫,০০০ টাকা

ঘ. কখনো ডেবিট দিকে আবার কখনো ক্রেডিট দিকে ৫,০০০ টাকা

৫৪. বছর শেষে কনক অ্যান্ড কোং–এর সমাপনী নগদ তহবিল ৮০০ টাকা রেওয়ামিল তৈরি করার সময় কোন পাশে বসবে?

ক. ডেবিট পাশে ৮০০ টাকা

খ. ক্রেডিট পাশে ৮০০ টাকা

গ. ডেবিট ও ক্রেডিট পাশে ৮০০ টাকা

ঘ. অন্তর্ভুক্ত হবে না

৫৫. বিক্রয় ২৫,০০০ টাকা, প্রারম্ভিক মজুত ২,৫০০ টাকা, সমাপনী মজুত ১,৫০০ টাকা, ক্রয় ১২,০০০ টাকা এবং ক্রয় পরিবহন ১,০০০ টাকা হলে বিক্রীত পণ্যের ব্যয় কত?

ক. ১৪,০০০ টাকা

খ. ১৪,৫০০ টাকা

গ. ১৫,৫০০ টাকা

ঘ. ১৭,০০০ টাকা

৫৬. নিচের কোনটি প্রত্যক্ষ খরচ?

ক. অফিস ভাড়া খ. মজুরি

গ. কমিশন ঘ. বিজ্ঞাপন খরচ

৫৭. সাধারণত কোন সম্পত্তির অবচয় হয় না?

ক. ভূমি খ. দালানকোঠা

গ. মোটরগাড়ি ঘ. যন্ত্রপাতি

৫৮. কখন সমাপনী মজুতপণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়?

ক. সমাপনী মজুত পণ্যের উদ্বৃত্ত থাকলে

খ. প্রাম্ভিক মজুত না থাকলে

গ. সমন্বিত ক্রয়ের উদ্বৃত্ত থাকলে

ঘ. মালিক নির্দেশ দিলে

৫৯. নিচের কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে?

ক. প্রারম্ভিক নগদ তহবিল

খ. প্রারম্ভিক ব্যাংক তহবিল

গ. সমাপনী ব্যাংক জমাতিরিক্ত

ঘ. সমাপনী মজুত পণ্য

৬০. বেক্সিকো লিমিটেড–এর বাট্টা প্রাপ্তির জের ১০০ টাকা রেওয়ামিলের ভুল পাশে বসানো হয়েছে। অন্য কোনো ভুল না থাকলে রেওয়ামিলের দুই পাশে পার্থক্যের পরিমাণ কত হবে?

ক. ৫০ টাকা খ. ১০০ টাকা

গ. ২০০ টাকা ঘ. ৩০০ টাকা

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৫১.খ ৫২.খ ৫৩.খ ৫৪.ক ৫৫.ক ৫৬.খ ৫৭.ক ৫৮.গ ৫৯.গ ৬০.গ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)