অধ্যায় ২
১৬. পৃথিবীর প্রকৃত আকৃতি কেমন?
ক. অভিগত গোলকের মতো
খ. নিটোল ফুটবলের মতো
গ. চাকতির মতো
ঘ. নিটোল গোলকের মতো
১৭. ১৯৬১ সালের ১২ এপ্রিল স্পুটনিকে চড়ে পৃথিবীকে প্রদক্ষিণ করেন কে?
ক. নিল আর্মস্ট্রং
খ. এডউইন অলড্রিন
গ. ভ্যালেন্তিনা তেরেসকোভা
ঘ. ইউরি গ্যাগারিন
১৮. পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত রেখাকে কী বলে?
ক. অক্ষরেখা খ. নিরক্ষরেখা
গ. মূল মধ্যরেখা ঘ. দ্রাঘিমারেখা
১৯. নিচের কোনটি কর্কটক্রান্তি রেখা নির্দেশ করে?
ক. ২৩.৫০ দক্ষিণ অক্ষাংশ
খ. ২৩.৫০ উত্তর অক্ষাংশ
গ. ৬৬.৫০ দক্ষিণ অক্ষাংশ
ঘ. ৬৬.৫০ উত্তর অক্ষাংশ
২০. নিচের কোনটি মকরক্রান্তি রেখা?
ক. ২৩.৫০ উত্তর অক্ষাংশ
খ. ২৩.৫০ দক্ষিণ অক্ষাংশ
গ. ৬৬.৫০ উত্তর অক্ষাংশ
ঘ. ৬৬.৫০ দক্ষিণ অক্ষাংশ
২১. কোন অক্ষাংশকে সুমেরু বৃত্ত হিসেবে কল্পনা করা হয়?
ক. ২৩.৫০ উত্তর
খ. ২৩.৫০ দক্ষিণ
গ. ৬৬.৫০ উত্তর
ঘ. ৬৬.৫০ দক্ষিণ
২২. কোন অক্ষাংশটি কুমেরু বৃত্ত নির্দেশ করে?
ক. ৬৬.৫০ উত্তর
খ. ৬৬.৫০ দক্ষিণ
গ. ৬৬.৫০ উত্তর
ঘ. ২৩.৫০ দক্ষিণ
২৩. বাংলাদেশের ওপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
ক. মকরক্রান্তি রেখা
খ. কর্কটক্রান্তি রেখা
গ. বিষুবরেখা
ঘ. সমাক্ষরেখা
২৪. সূর্যের উন্নতি কোণ পরিমাপের যন্ত্রের নাম কী?
ক. সেক্সট্যান্ট যন্ত্র খ. ইনকিউবেটর
গ. অডোমিটার ঘ. টেকোমিটার
২৫. নিরক্ষরেখায় ধ্রুবতারার উন্নতি কোণ কত ডিগ্রি?
ক. ০০ খ. ৫০
গ. ১০০ ঘ. ১৫০
২৬. ১০ দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত হয়?
ক. ১৫ মিনিট খ. ৪ মিনিট
গ. ১ ঘণ্টা ঘ. ৪ সেকেন্ড
২৭. ১৮০০ পূর্ব ও পশ্চিম দ্রাঘিমারেখা কোন দিকে?
ক. ০০ দ্রাঘিমা বরাবর
খ. ০০ দ্রাঘিমার উল্টা দিকে
গ. ২৩০ বরাবর
ঘ. ৬৬০–এর উল্টা দিকে
২৮. একই দ্রাঘিমায় ১৮০০তে সময়ের পার্থক্য কত হয়?
ক. ১২ ঘণ্টা খ. ৬ ঘণ্টা
গ. ২৪ ঘণ্টা ঘ. ৮ মিনিট
২৯. নিচের কোনটি আন্তর্জাতিক তারিখ রেখা নির্দেশ করে?
ক. ১২০০ দ্রাঘিমারেখা
খ. ১৮০০ দ্রাঘিমারেখা
গ. ০০ রেখা
ঘ. ২৩০ উত্তর অক্ষাংশ
৩০. আন্তর্জাতিক তারিখ রেখা কোন সাগরের ওপর দিয়ে কল্পিত হয়েছে?
ক. প্রশান্ত মহাসাগর
খ. আটলান্টিক মহাসাগর
গ. ভারত মহাসাগর
ঘ. জাপান সাগর
সঠিক উত্তর
অধ্যায় ২: ১৬.ক ১৭.ঘ ১৮.ক ১৯.খ ২০.খ ২১.গ ২২.খ ২৩.খ ২৪.ক ২৫.ক ২৬.খ ২৭.খ ২৮.গ ২৯.খ ৩০.ক
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা